This Article is From Jun 29, 2018

ওঝার প্রহারে এক অসুস্থের মৃত্যু হল মালদায়

এই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে তার স্ত্রী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়

ওঝার প্রহারে এক অসুস্থের মৃত্যু হল মালদায়
কলকাতা:

ওঝার প্রহারে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের মালদা জেলার এক অসুস্থ ব্যক্তি এমনটাই অভিযোগ উঠেছে। জানা গেছে এই প্রহার ছিল চিকিৎসার একটা অংশ। গতকাল এই ঘটনা মালদা পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গবার পুরনো মালদার মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। ব্লক উন্নয়ন আধিকারিক নরোত্তম বিশ্বাস জানিয়েছেন ঘটনাটি ঘটেছে সেখান থেকে প্রায় 30 কিমি ভেতরে।

মৃত ব্যক্তি দিন-মজুরের কাজ করত। সে রবিবার অসুস্থ হয়ে পড়ে। তার স্ত্রী নিরাময়ের আশায় তাকে গাজলের এক হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ না হওয়ায় সে তাকে এক স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। জেলা পুলিশের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

এই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে তার স্ত্রী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, এই ওঝা সেই অসুস্থ ব্যক্তিকে প্রহার করে। কিন্তু তার বক্তব্য অনুসারে, মৃত ব্যক্তিকে নাকি ভূতে ধরেছিল আর তার প্রকোপেই সে মারা যায়।

পড়শিদের তোলা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পড়ে বিষয়টা সকলের দৃষ্টিগোচর হয়। তাতে তাকে প্রহার করতে দেখা গেছে।

'আমরা এই ওঝার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব,' জানিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক।   
 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.