This Article is From Jul 31, 2018

অবৈধ বন্দুক কারখানার সন্ধান পাওয়া গেল ব্যারাকপুরে

জাল নোট বিনিময় এবং অর্ধসমাপ্ত অবৈধ দেশি বন্দুক পাচার করতে গিয়ে কলকাতায় এসটিএফের হাতে ধরা পড়ল তিনজন ব্যক্তি।

অবৈধ বন্দুক কারখানার সন্ধান পাওয়া গেল ব্যারাকপুরে
কলকাতা:

জাল নোট বিনিময় করতে গিয়ে এবং অর্ধসমাপ্ত অবৈধ দেশি বন্দুক পাচার করতে গিয়ে কলকাতায় এসটিএফের হাতে ধরা পড়ল তিনজন ব্যক্তি। এসটিএফের অ্যান্টি এফআইএসএন টিম ময়দান থানার কলকাতা পুলিশের ফাঁড়ির সামনে থেকে হাতেনাতে ধরে ফেলে ওই তিন ব্যক্তিকে।

500 টাকার জাল নোটে মোট এক লক্ষ টাকা এবং চল্লিশটি অর্ধসমাপ্ত বন্দুক পাচার করা হচ্ছিল ওই এলাকা থেকে। অভিযুক্তদের মধ্যে একজন মহম্মদ আবদুল্লাকে গ্রেফতারের পর তার দেকানো পথ ধরে গিয়েই এসটিএফের অ্যান্টি এফআইএসএন টিম ব্যারাকপুর কমিশনারেটের জগদ্দল পুলিশ স্টেশনের অধীনে থাকা ছোট শ্রীরামপুর অঞ্চলের অবৈধ বন্দুক প্রস্তুতকারক কারখানাটির সন্ধান পায়। সেখানে গিয়ে তারা বন্দুক তৈরির মুহূর্তেই পাকড়াও করে ছ’জনকে।   

সেখান থেকেই উদ্ধার করা হয় 20’টি অর্ধসমাপ্ত দেশি বন্দুক। একটি লেদ মেশিন। দুটি মাইলিং মেশিন। দুটি ড্রিল করার মেশিন। তার সঙ্গেই ওই কারখানা থেকে উদ্ধার হয় দেশি বন্দুক তৈরির অজস্র যন্ত্রাংশ এবং কাঁচামাল।  

অভিযুক্তদের পরিচয় হল- মহম্মদ সাবির রায়ান (28), মহম্মদ শাদ আলম ওরফে সোনু (24), মহম্মদ শাহনওয়াজ ওরফে মিস্টার (25), মহম্মদ ফয়জল (24), মহম্মদ রাজি ওরফে রাজু (19), মহম্মদ চাঁদ ওরফে দোমু (24)।

.