Read in English
This Article is From Oct 30, 2018

ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় শিশুর প্রাণরক্ষার খবরটি ভুয়ো- প্রকাশ্যে এল আসল তথ্য

সোমবার ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণরক্ষা হয়নি কোনও যাত্রীর। যে শিশুটির ছবি ভাইরাল হয়েছে সে জুলাই মাসে নৌ-দুর্ঘটনায় রক্ষা পেয়েছিল।

Advertisement
ওয়ার্ল্ড

ফেসবুকে ভুয়ো খবর ছড়িয়ে পরেছিল।

Highlights

  • ভাইরাল হওয়া ছবিতে দাবি করা হয়েছে একটি শিশু প্রাণে বেঁচে গেছে
  • ভাইরাল হওয়া ছবিটা ইন্দোনেশিয়ার একটা নৌ-দুর্ঘটনার
  • শিশুটা নৌ-দুর্ঘটনার প্রাণে বেঁচে গিয়েছিল
জাকার্তা:

ইন্দোনেশিয়ায় দুর্ঘটনাগ্রস্ত বিমানে 189 জন যাত্রীর মৃত্যু সত্ত্বেও বেঁচে যায় এক শিশু- এমনই এক ছবি ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে সোমবারের দুর্ঘটনার পর এখনও পর্যন্ত কোনও যাত্রীর প্রাণে বেঁচে থাকার খবর পাওয়া যায়নি। যে শিশুর ছবিটা শেয়ার হয়েছে তা চলতি বছরের জুলাই মাসের এক জাহাজ দুর্ঘটনার ছবি এমনই জানানো হয়েছে।   

আমরা কীসের প্রমাণ চাইছি?

জাভা সমুদ্রে লায়ন এয়ারের JT 610 বিমানটি ভেঙ্গে পড়ার পর ফেসবুকে বেশ কিছু ভুয়ো ছবি ছড়িয়ে পড়ে। জাকার্তা বিমানবন্দর থেকে মাত্র কয়েক মাস আগে নির্মিত দ্য বোয়িং-737 ম্যাক্স বিমানটি উড়ান শুরু করার 12 মিনিটের মধ্যেই ক্র্যাশ করে যায়।     

Advertisement

ফেসবুকে ছড়িয়ে পরা বিভিন্ন পোস্ট থেকে জানা যায় লাইফ জ্যাকেট পরা শিশুটি ওই বিমানের একমাত্র যাত্রী যে প্রাণে বেঁচে গেছে।

একটা পোস্টে ওই শিশুটি রক্ষা পাওয়ার বিস্তর বিবরণ দেওয়া হয়েছিল যা চব্বিশ ঘণ্টার মধ্যেই পাঁচ হাজার বার শেয়ার হয়েছে।

Advertisement

আমরা কী জানি?

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র সুতোপো পুরো নুগ্রহ টুইট করে জানিয়েছেন গত 3রা জুলাই ইন্দোনেশিয়ার সেলায়ার দ্বীপে ডুবে যাওয়া একটা নৌকোর যাত্রী ছিল ওই শিশুটি যে দুর্ঘটনার পর প্রাণে রক্ষা পায়।

Advertisement

জুলাই মাসে নৌকাডুবিতে 34 জন যাত্রীর মৃত্যু হয় এবং 150 জন প্রাণে বেঁচে যায়।

ইন্দোনেশিয়ার মিডিয়া জুলাই মাসের রিপোর্টে ওই শিশুটির ছবি ও খবর প্রকাশ করেছিল।  

Advertisement

এর থেকে উপসংহার যা বোঝা যায়

এই ভুয়ো ছবিটা সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ ভুল তথ্য ছড়িয়ে পড়ে তার প্রমাণ। সুতোপো আরও কয়েকটা টুইট করে বিমান দুর্ঘটনার ভুয়ো খবর না ছড়াতে সকলকে অনুরোধ করেন।   



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement