কৃষি প্রধান দেশ ভারতের ক্ষেত্রে বৃষ্টি পাতের পরিমাণ স্বাভাবিক হওয়া জরুরি।
হাইলাইটস
- এবছর স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিল মৌসম ভবন
- এবার ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে বৃষ্টিপাত হবে
- কৃষি প্রধান দেশ ভারতের ক্ষেত্রে বৃষ্টি পাতের পরিমাণ স্বাভাবিক হওয়া জরুরি
নিউ দিল্লি: এবছর স্বাভাবিক বৃষ্টিপাতের (Normal Rainfall) পূর্বাভাস দিল মৌসম ভবন। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে সোমবার বলা হয় এবার বর্ষাকালে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হবে। প্রত্যেকবার বর্ষাকাল (Monsoon Season) শুরুর আগে এপ্রিল মাসে এবং বর্ষার মাঝামাঝি জুন মাসে লং রেঞ্জ ফোরকাস্ট (এলআরপি ) দিয়ে থাকে মৌসম ভবন। বিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজিব সাংবাদিকদের জানান এবার ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে বৃষ্টিপাত হবে। এই পরিমাণটাকেই স্বাভাবিক বলে ধরা হয়। গত কয়েক বছরে বৃষ্টিপাতের পরিমাণ মাঝেমধ্যেই হেরফের করেছে। ভারতীয় আবহাওয়ায় এলনিনোর (EL NINO) প্রভাবও পড়েছে। কিন্তু এবার তেমন কিছু হবে না বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। কৃষি প্রধান দেশ ভারতের ক্ষেত্রে বৃষ্টি পাতের পরিমাণ স্বাভাবিক হওয়া জরুরি।
শুখা মরসুম ভারতে? ২০১৯ সালে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির পূর্বাভাস দিল স্কাইমেট
ভারতীয় আবহাওয়ায় এলনিনো প্রভাব কত মারাত্মক হতে পারে তার প্রমাণ বহন করছে চেন্নাই। বছর চারেক আগে চেন্নাইতে অসময়ে প্রবল বৃষ্টিপাত হয়। একটি হিসেব বলছে তার আগের ১০০ বছরে অত বৃষ্টি কখনওহয়নি। এটাও এলনিনোর জেরেই হয়েছিল বলে মনে করেন আবহাওয়াবীদরা।