This Article is From Jan 22, 2019

জিএসটিঃ প্রয়োগ-পদ্ধতি নিয়ে প্রশ্ন আইএমএফের মুখ্য অর্থনীতিবিদের

পণ্য পরিষেবা বিলের প্রয়োগ যথাযথ ভাবে করার কাজ চলছে বলে জানালেন আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।

ভারতের আর্থিক পরিস্থিতি ইতিবাচক বলেই মনে করেন আইএমএফের প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ

হাইলাইটস

  • পণ্য পরিষেবা বিলের প্রয়োগ যথাযথ ভাবে করার কাজ চলছেঃ গোপীনাথ
  • কৃষকদের সাহায্য করা মানেই যে ঋণ মকুব করা নয় বলে তিনি মনে করেন
  • সূত্রের খবর কৃষকদের সরাসরি অর্থ সাহায্য করার কথা ভাবছে কেন্দ্র
দাভোস:

পণ্য পরিষেবা বিলের প্রয়োগ যথাযথ ভাবে করার কাজ চলছে বলে জানালেন আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। এনডিটিভিকে  দেওয়া এক সাক্ষাৎকারে  তিনি বলেন, সোজাসুজি ভাবে আসে না এমন কর যতটা হবে মনে  হয়েছিল ততটা হয়নি। এর থেকে  বোঝা যায় ঠিক কী ভাবে  পণ্য পরিষেবা  কর লাগু হয়েছিল। আর তাই এটিকে ঠিক ভাবে কাজে লাগানোর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে  তিনি জানিয়েদেন  ভারতীয় কৃষকদের অবস্থা খারাপ কেন তা খতিয়ে দেখার কাজ চলছে।  তাঁর কথায়, ‘ কৃষি ক্ষেত্রে কিছু গভীর সমস্যা আছে। সেখানে আমাদের ভাল ফল করতেই হবে। কৃষকদের সাহায্য করা মানেই যে ঋণ মকুব করা তা নয়। অর্থ সাহায্যও করা যেতে পারে।'

ইভিএম নিয়ে লন্ডনের হ্যাকারের দাবি খারিজ করে দিল নির্বাচন কমিশন

ইন্দো-আমেরিকান অর্থনীতিবিদ যখন কৃষকদের সমস্যা সমাধানের কথা  বলছেন ঠিক তখনই সূত্র থেকে জানা  গিয়েছে  মোদী সরকার কৃষকদের ভর্তুকির বদলে সরাসরি অর্থ সাহায্য করতে চাইছে। সংবাদসংস্থা  ব্লুমবার্গ সোমবার জানিয়েছে সরাসরি অর্থ সাহায্য করতে প্রতি বছরে ৭০ হাজার কোটি টাকা খরচ হবে।  

এ ধরনের বিষয় থাকলেও ভারতের আর্থিক পরিস্থিতি ইতিবাচক বলেই মনে করেন আইএমএফের প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ  গোপীনাথ। তাঁর কথায় ২০১৯ সালে  ভারতের আর্থিক বৃদ্ধির পরিমাণ হতে পারে ৭.৫ শতাংশ। আর এই কারণেই ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগোচ্ছে।

.