This Article is From Mar 28, 2020

এটা পরিষ্কার বিশ্বে মন্দা চলছে, বললেন আইএমএফ প্রধান

আইএমফ প্রধান বলেন, মন্দার মধ্য দিয়ে, ২০২১-এ পুনরুদ্ধার সম্ভব, যদি সারা বিশ্বে ভাইরাস নিয়ন্ত্রণ করা যায়

এটা পরিষ্কার বিশ্বে মন্দা চলছে, বললেন আইএমএফ প্রধান

আইএমএফ প্রধান জানান, বিশ্ব অর্থননীতির একটা মূল উদ্বেগ হল, দেউলিয়া অবস্থা এবং ছাঁটাই

ওয়াশিংটন:

করোনা ভাইরাসের (Coronavirus) ফলে সারা বিশ্বের অর্থনীতি মন্দার মুখে, যা  খারাপ বা খুব খারপ হতে পারে ২০০৯ এর মন্দার থেকেও  খারাপ পরিস্থিতি হতে পারে, শুক্রবার এমনটাই জানালেন আইএমএফ (IMF) প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। তিনি বলেন, “এটা  পরিষ্কার যে আমরা একটা মন্দার মধ্যে ঢুকে গিয়েছি, যা ২০০৯ এর থেকেও খারাপ”। আইএমএফ প্রধান জানান, বিশ্ব অর্থননীতির একটা মূল উদ্বেগ হল, দেউলিয়া অবস্থা এবং ছাঁটাই, যা শুধুমাত্র পুনরুদ্ধারকে বাধা দেবে, সেটাই নয়, আমাদের সমাজের কাঠামোকেও ক্ষয় করবে। নতুন বাজার নিয়ে তিনি বলেন, বর্তমান সঙ্কটে ২.৫ ট্রিলিয়ন তহবিল প্রয়োজন। তবে আইএমফ প্রধান সতর্ক করে দেন, এই হিসেবটি নিচের দিকের। প্রায় ৮০টির বেশি দেশ আপাতকালীন তহবিল চেয়েছে  আইএমএফের থেকে।

আইএমফ প্রধান বলেন, মন্দার মধ্য দিয়ে, ২০২১-এ পুনরুদ্ধার সম্ভব, যদি সারা বিশ্বে ভাইরাস নিয়ন্ত্রণ করা যায়। ক্রিস্টালিনা জর্জিভার কথায়, “আমরা ২০২১ এ পুনরুদ্ধারের প্রকল্প তৈরি করছি। তবে আয়তন অনুযায়ী প্রতিক্ষেপ রয়েছে। আমরা যদি সব জায়গায় ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পারি, লিকুইডিটি সমস্যাকে পরিশোধ ক্ষমতা হওয়া থেকে রোধ করতে পারি”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.