This Article is From Aug 31, 2018

অবিলম্বে এনআরসি প্রত্যাহারের দাবি জানাল বাংলার সংখ্যালঘু সংগঠন

বৃহস্পতিবার রাজ্যের সংখ্যালঘুদের একটি সংগঠন অসমের এনআরসির চূড়ান্ত খসড়ার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে।

অবিলম্বে এনআরসি প্রত্যাহারের দাবি জানাল বাংলার সংখ্যালঘু সংগঠন

গত মাসে অসমের এনআরসির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়ে গিয়েছিল চল্লিশ লক্ষেরও বেশি মানুষের নাম

কলকাতা:

অসমের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) বা জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। বৃহস্পতিবার রাজ্যের সংখ্যালঘুদের একটি সংগঠন অসমের এনআরসির চূড়ান্ত খসড়ার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। সেই মিছিলের পক্ষ থেকে এনআরসি খসড়া থেকে মুসলমান ধর্মাবলম্বীদের নাম বাদ পড়া নিয়ে শাসক দল বিজেপিকে অভিযুক্ত করা হয়। অসম সরকার তাদের রাজ্য থেকে বাংলাভাষীদের উৎখাত করতে চাইছে বলেও সরব হন মিছিলে পা মেলানো মানুষগুলি। এনআরসিকে অবিলম্বে  প্রত্যাহার করারও দাবি তোলা হয় ওই মিছিলটি থেকে। “মুসলমান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্যই এনআরসি সৃষ্টি করেছে বিজেপি সরকার। এটা তাদের একটা চালাকি। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও ওরা মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিতে চায়। বিজেপি জানে এদের থেকে কোনও ভোট পাবে না ওরা। তাই আগামী লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি এই প্রক্রিয়াটি সক্রিয় করে তুলতে বদ্ধপরিকর তারা। আমরা চাই অবিলম্বে এনআরসি প্রত্যাহার করে নেওয়া হোক”, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মহম্মদ কারুজ্জামান এই কথা বলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরই পুনরাবৃত্তি করে তিনি বলেন, এনআরসির খসড়া তৈরির এই প্রক্রিয়াটি  সম্পূর্ণ অযৌক্তিক। প্রসঙ্গত, গত মাসে অসমের এনআরসির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়ে গিয়েছিল চল্লিশ লক্ষেরও বেশি মানুষের নাম।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.