পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন ইমরান।
ইসলামাবাদ: যা হওয়ার ছিল, তাই হল। জাতীয় অ্যাসেম্বলির সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন পেয়ে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ইমরান খান। তিন সপ্তাহ আগেই ফয়সালা হয়ে গিয়েছিল যে দেশের জনতার রায়ে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন কে। আজকের দিনটি ক্রিকেটের ভাষায় ছিল স্রেফ একটি নিয়মরক্ষার ম্যাচ। ইমরান তাঁর ক্রিকেটিয় জীবনের মতোই এই ম্যাচটিও জিতে নিলেন হেলায়।
আজ পাকিস্তানের অ্যাসেম্বলির অধ্যক্ষ আসাদ কায়সার বলেন, মোট 176’টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেলেন ইমরান খান।
জেতার জন্য তাঁর দরকার ছিল 172’টি ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পার্টির শাহবাজ শরিফ। ইমরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে মাত্র 96’টি ভোট পেয়ে বহু পিছনে থেকে তিনি শেষ করেন তাঁর লড়াই। এই ভোট থেকে কয়েকটি দল নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। তাদের মধ্যে একটি হল পাকিস্তান পিপলস পার্টি। যারা পাকিস্তানের সাধারণ নির্বাচনের তৃতীয় বৃহত্তম দল হয়েছে।
প্রায় এক যুগ বাদে পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ এবং মিলিটারি শাসনের বাইরে অন্য কোনও দল অন্য কোনও নেতার নেতৃত্বে সাধারণ মানুষের রায়ে ক্ষমতায় এল পাকিস্তানে। ভোটে জেতার পর চোখের জল বাঁধ মানল না ইমরানের। কেঁদে ফেললেন তিনি। সেই কান্নার ভিতর এক বিজয়ীর প্রত্যাশাও ছিল পুরোদস্তুর।
সেই প্রত্যাশাটিকে বিশ্বাস করেই জনগণের মনে এখন শুধুই দিন বদলের আকুল প্রতীক্ষা।