This Article is From Jul 23, 2019

কেন কাশ্মীর সমস্যার সমাধানে ট্রাম্পের মধ্যস্থতা চান, জানিয়ে দিলেন ইমরান

ভারত পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে তাঁরাও কি পারমাণবিক অস্ত্র ত্যাগ করবেন, একথায় ইমরানের স্পষ্ট উত্তর, ‘‘অবশ্যই। কেননা পারমাণবিক অস্ত্র কোনও পথ নয়।’’

কেন কাশ্মীর সমস্যার সমাধানে ট্রাম্পের মধ্যস্থতা চান, জানিয়ে দিলেন ইমরান

কাশ্মীর ইস্যুর সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা চান পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

হাইলাইটস

  • কাশ্মীর সমস্যার সমাধানে ট্রাম্পের মধ্যস্থতা চান ইমরান খান
  • তাঁর মতে, কাশ্মীর ইস্যুর সমাধান দ্বিপাক্ষিক আলোচনায় মিটবে না
  • তাঁর মতে, এই কারণেই ভারত ও পাকিস্তান ‘সুসভ্য প্রতিবেশী’ হতে পারেনি
ওয়াশিংটন:

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) সোমবার মার্কিন সংবাদমাধ্যমের কাছে জানিয়ে দেন, কাশ্মীর ইস্যুর সমাধান দ্বিপাক্ষিক আলোচনায় মিটবে না। তিনি বলেন, আমেরিকা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এ ব্যাপারে বড় ভূমিকা নিতে পারেন মধ্যস্থতাকারী হিসেবে। ফক্স নিউজকে ইমরান জানান, ‘‘দ্বিপাক্ষিক স্তরে কখনওই হবে না (কাশ্মীর সমস্যার সমাধান)।'' সেই সময় তাঁর পাশেই ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার কথা বলেছেন। যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারত। ইমরান বলেন, ‘‘একবার জেনারেল (পারভেজ) মুশারফ ও প্রধানমন্ত্রী (অটলবিহারী) বাজপেয়ী সমাধানের কাছাকাছি এসেছিলেন। কিন্তু তারপর থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি এবং আমি সত্যিই মনে করি, ভারতের উচিত টেবিলে আসা। আমেরিকা বড় ভূমিকা নিতে পারে। রাষ্ট্রপতি ট্রাম্প অবশ্যই বড় ভূমিকা নিতে পারেন।''

“এই ধরণের কোনও অনুরোধ করা হয়নি”: ট্রাম্প নিয়ে সংসদে জানাল কেন্দ্র

তিনি আরও বলেন, ‘‘আমরা পৃথিবীর ১৩০ কোটি মানুষের কথা বলছি। কল্পনা করুন এই ইস্যুর সমাধান হয়ে গেলে কতটা শান্তি আসবে ভাবুন।''

ভারত পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে তাঁরাও কি পারমাণবিক অস্ত্র ত্যাগ করবেন, একথায় ইমরানের স্পষ্ট উত্তর, ‘‘অবশ্যই। কেননা পারমাণবিক অস্ত্র কোনও পথ নয়। ভারত ও পাকিস্তান‌ের মধ্যে পারমাণবিক যুদ্ধের আইডিয়াটা আত্মধ্বংসে সামিল হওয়ার, কেননা আমাদের সীমান্ত আড়াই হাজার মাইল।''

কাশ্মীর নিয়ে ট্রাম্পের মন্তব্যে প্রধানমন্ত্রীর থেকে জবাব চাইল তৃণমূল

পুলওয়ামা জঙ্গি হামলার পরে দুই দেশের সম্পর্কে নতুন করে যে শীতলতা তৈরি হয়েছে, তা নিয়েও অকপট ইমরান। তিনি বলেন, ‘‘গত ফেব্রুয়ারিতে কিছু ঘটনা ঘটে এবং আমরা আমাদের সীমান্তে উত্তেজনা তৈরি হতে দেখলাম। তাই এই উপলব্ধি হল এবং সেই জন্যই আমি রাষ্ট্রপতি ট্রাম্পকে বললাম যদি তিনি তাঁর ভূমিকা পালন করতে পারেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাই একমাত্র দেশ যারা ভারত ও পাকিস্তান‌ের মধ্যে মধ্যস্থতাকারী হতে পারে। কেবল মাত্র কাশ্মীর ইস্যুতেই।''

ইমরান এও দাবি করেন, একমাত্র কাশ্মীর ইস্যুর কারণেই ভারত ও পাকিস্তান ‘সুসভ্য প্রতিবেশী' হয়ে থাকতে পারেনি গত ৭০ বছরে।

.