This Article is From Aug 16, 2018

প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশ করলেন ইমরান ও শেহবাজ শরিফ

গত সপ্তাহে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ইমরান খান। আগামী আঠারোই অগস্ট। ইসলামাবাদের রাষ্ট্রপতি ভবনে।

প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশ করলেন ইমরান ও শেহবাজ শরিফ

প্রধানমন্ত্রী নির্বাচন আগামী 17 অগস্ট।

ইসলামাবাদ:

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান ও পাকিস্তান মুসলিম-লিগ সভাপতি শেহবাজ শরিফ বুধবার প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দিলেন। জাতীয় অ্যাসেম্বলিতে যা নিয়ে সিদ্ধান্তগ্রহণ করা হবে আগামী 17 অগস্ট। অ্যাসেম্বলির নতুন নির্বাচিত অধ্যক্ষ আসাদ কায়সার প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়াটি ঘোষণা করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুটো পর্যন্ত। ওই মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা শুরু হবে স্থানীয় সময় দুপুর তিনটের পর।

গত সপ্তাহে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ইমরান খান। আগামী আঠারোই অগস্ট। ইসলামাবাদের রাষ্ট্রপতি ভবনে।

মোট 176’টি ভোট পেয়ে জাতীয় অ্যাসেম্বলির নতুন অধ্যক্ষ হিসেবে শপথ নিয়েছেন আসাদ কায়সার। হারিয়েছেন পাকিস্তান পিপল’স পার্টির খুরশিদ শাহকে। যাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 146’টি।

জাতীয় অ্যাসেম্বলির মোট তিনশো তিরিশটি ভোটের মধ্যে আটটি ভোট বাতিল হয়ে যাওয়ায় তিনশো বাইশটি ভোট গ্রাহ্য করা হয়। আসাদ কায়সারকে শপথগ্রহণ করান  ভূতপূর্ব অধ্যক্ষ আয়াজ সিদিক।    



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.