Read in English
This Article is From Mar 12, 2019

গান্ধী চাইতেন কংগ্রেস ভেঙে যাক, ব্লগে দাবি মোদীর

তাঁর খাস তালুক  গুজরাটে  সভা করছে কংগ্রেস। আর সেদিনই  মহাত্মা গান্ধীকে হাতিয়ার করে কংগ্রেসকে কড়া আক্রমণ  করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • ডান্ডি অভিযানকে স্মরণ করে মঙ্গলবার ব্লগ লেখেন প্রধানমন্ত্রী
  • তাতে তিনি লেখেন গান্ধীজির দেখানো পথের উল্টো দিকে চলাই কংগ্রেসের কাজ
  • এই কারেণেই গান্ধী চাইতেন কংগ্রেস ভেঙে যাক, ব্লগে দাবি মোদীর
নিউ দিল্লি :

তাঁর খাস তালুক  গুজরাটে  সভা করছে কংগ্রেস(Congress)। আর সেদিনই  মহাত্মা গান্ধীকে (Mahtma Gandhi))হাতিয়ার করে কংগ্রেসকে কড়া আক্রমণ  করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী((PM Modi)। গান্ধীজির ইতিহাস প্রসিদ্ধ ডান্ডি অভিযানকে  স্মরণ করে মঙ্গলবার ব্লগ  লেখেন প্রধানমন্ত্রী।  তাতে  তিনি লেখেন, গান্ধীজির  দেখানো পথের উল্টো দিকে  চলাই কংগ্রেসের  কাজ। লেখার একেবারে শুরুর দিকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের কথা উল্লেখ  করে মোদী বলেন, ডান্ডি অভিযান কীভাবে হবে তার শুরু থেকে শেষ জানতেন বল্লভভাই। কংগ্রেসের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন  দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister)।

   তৃণমূলের মঞ্চ থেকে মোদীকে কটাক্ষ করলেন কানিমোঝি, আক্রমণ শানালেন লালু-পুত্রও

মোদী বলেন, একাধিক লেখায় মহত্মা বলেছেন, তিনি বৈষম্যের বিপক্ষে, সাম্যের পক্ষে। কিন্তু কংগ্রেস সমাজে  বিভাজন সৃষ্টি করতে দ্বিধা করেনি। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জাতি দাঙ্গা বা দলিতদের উপর সর্বাধিক আক্রমণ নেমে এসেছে  কংগ্রেসের রাজত্বে। এছাড়া আরও কয়েকটি  পয়েন্ট তুলে ধরে তাঁর দাবি গান্ধীর দেখান পথ আর কংগ্রেসের সংস্কৃতি এক নয়। আর তাই গান্ধী চেয়েছিলেন  কংগ্রেস ভেঙে যাক। ১৯৪৭ সালে  দেশ স্বাধীন হওয়ার পর গান্ধীজির মনোভাব আরও স্পষ্ট হয়।

Advertisement

মহত্মা একবার  বলেছিলেন অপশাসন এবং দুর্নীতি একসঙ্গে চলে। এ কথা  উল্লেখ করে মোদী লেখেন আমাদের সরকার দুর্নীতিকে  শেষ করতে  সব  রকমের উদ্যোগ নিয়েছে। আর গোটা দেশ জানে কংগ্রেস এবং দুর্নীতি সমার্থক। টেলিকম থেকে সেচ, খেলা  থেকে শুরু করে সংস্কৃতি বা  শহুরে উন্নয়ন- সব ক্ষেত্রেই দুর্নীতি করেছে  কংগ্রেস।                         

প্রধানমন্ত্রী মোদী বলেন, গরিবের টাকায় কংগ্রেস নেতারা নিজেদের ব্যাঙ্ক আকাউন্টের স্বাস্থ্য ভাল করেছেন। কিন্তু গরিব মানুষ নিজেদের সামান্য চাহিদাটুকু মেটাতে পারেনি।  এর পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে  পরিবারতান্ত্রিক রাজনীতি করার অভিযোগ এনেছেন প্রধানন্ত্রী।

Advertisement

গণতন্ত্র প্রসঙ্গে  বলতে গিয়ে মোদী বলেন  গান্ধীজি গণতন্ত্রের কঠোর সমর্থক ছিলেন। আমি মনে করি গণতন্ত্র সুস্থ সমাজের চালিকা শক্তি। কিন্তু ১৯৭৫ সালে কংগ্রেস সেই গনতন্ত্রকে বিনষ্ট করার কাজ করেছে। তিনি আরও বলেন আমার মনে হয় কংগ্রেসের অনেকে শুধু রাজনৈতিক কারণে স্বরাজ চেয়েছিলেন।

                                          

Advertisement

 

    

Advertisement