হাইলাইটস
- জম্মু কাশ্মীরের কুলগামে মৃত্যু হল পুলিশ আধিকারিকের,জখম হলেন সেনা জওয়ান
- । জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতেই প্রাণ গিয়েছে পুলিশ আধিকারিকের
- গুলির লড়াইয়ে প্রাণ হারান পুলিশের ডিএসপি আমান কুমার
শ্রীনগর: জম্মু কাশ্মীরের কুলগামে মৃত্যু হল পুলিশ আধিকারিকের,জখম হন সেনা জওয়ান, পরে তাঁরও মৃত্যু হয়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতেই প্রাণ গিয়েছে পুলিশ আধিকারিকের। কুলগামের তুরিগ্রামে তল্লাশি চালচ্ছিল বাহিনী। তখনই গুলি চালায় জঙ্গিরা। কুলগামের তুরিগ্রামে তল্লাশি চালচ্ছিল বাহিনী। তখনই গুলি চালায় জঙ্গিরা। আর তাতে প্রাণ হারান পুলিশের ডিএসপি আমান কুমার। গত দু'বছর তিনি কুলগামে কাজ করেছেন।
শহিদ সেনা জওয়ান এবং আধিকারিকদের স্মৃতির উদ্দেশে তৈরি স্মারকের উদ্বোধন কালঃ মোদী
এদিকে শুক্রবার রাতে কেন্দ্র তড়িঘড়ি আরও অতিরিক্ত ১০০ কোম্পানি আধাসামরিক বাহিনী নিয়োগ করে এ রাজ্যে। গ্রেফতার করা হয় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। জরুরি ভিত্তিতে শুক্রবার সন্ধের পরই রাজধানী থেকে স্বরাষ্ট্রমন্ত্রক একটি নোটিস জারি করে শ্রীনগরে সেনা পাঠানোর ব্যবস্থা করে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর থেকেই উপত্যকায় সেনা মোতায়েন ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ভিডিও ও ছবি শেয়ার করে ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে।