This Article is From Jul 28, 2020

রাজ্যে বাড়ছে করোনা থেকে সুস্থতার সংখ্যা, গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত ২,১৬৬ জন

Bengal Coronavirus Cases: তবে রাজ্যে সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২,১১২ জন, সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬০,৮৩০ জন এই রোগের কবলে পড়েছেন

রাজ্যে বাড়ছে করোনা থেকে সুস্থতার সংখ্যা, গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত ২,১৬৬ জন

West Bengal Recovery Rate: রাজ্যে সুস্থতার হার বেড়ে ৬৫.৬২ শতাংশে পৌঁছেছে (ফাইল চিত্র)

হাইলাইটস

  • পশ্চিমবঙ্গে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
  • তবে এই প্রথম দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার বেশি হলো
  • এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনার কবল থেকে মুক্তি পেয়েছেন ৩৯,৯১৭ জন
কলকাতা:

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের (Bengal Coronavirus Cases) প্রভাব কাটিয়ে সেরে ওঠার হার যেন নতুন আশার আলো দেখাচ্ছে। রাজ্যের (West Bengal) স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিনে যে সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে, এই প্রথম রাজ্যে নতুন করে করোনা (Coronavirus) সংক্রমিতের সংখ্যাকে ছাড়িয়ে গেল ওই রোগ থেকে সুস্থ হওয়া (Bengal Recovery Rate) মানুষের সংখ্যা। তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মোট ২,১৬৬ জন রোগীকে করোনা মুক্ত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পশ্চিমবঙ্গে ২,১১২ জন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। এর ফলে সব মিলিয়ে এরাজ্যে এখনও পর্যন্ত ৬০,৮৩০ জন এই রোগের কবলে পড়েছেন।

অক্সফোর্ডে তৈরি কোভিড ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষার জন্য প্রস্তুত ভারত

গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন রোগীর প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। ফলে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ১,৪১১ জন।

রাজ্যে আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সোমবার বাজ পড়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু

রাজ্যে বর্তমানে ১৯,৫০২ জন করোনায় ভুগছেন। পাশাপাশি এখনও পর্যন্ত চিকিৎসা সহায়তায় ৩৯,৯১৭ জন কোভিড -১৯ রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ফলে রাজ্যে করোনা থেকে সুস্থতার হার বেড়ে ৬৫.৬২ শতাংশে এসে পৌঁছেছে।

করোনা সংক্রান্ত ওই পরিসংখ্যানে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে ১৭.০০৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ টেস্টের জন্যে পাঠানো হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.