কলকাতা: লোকসভা নির্বাচনের আর মাসখানেক বাকি। তার আগেই পশ্চিমবঙ্গে এক বড় ধাক্কা খেল কংগ্রেস। মালদার গত কয়েক দশকে কংগ্রেসের সবথেকে বড় ঘাঁটি বলে পরিচিত গনি খান চৌধুরীর পরিবারের সদস্য উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূর সোমবার কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সোমবার, নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দলবদল করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মালদা জেলার তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীও। উত্তর মালদার দু'বারের সাংসদ মৌসম বেনজির নূরের তৃণমূলে আসার সম্ভাবনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল রাজনৈতিকমহলে। সেই জল্পনাকেই সত্যি প্রমাণ করলেন তিনি।
লোকসভা নির্বাচনে দেশের ১৪ আসনে প্রার্থী দেবে তৃণমূল
২০১৪ সালে সারা দেশে যখন নরেন্দ্র মোদী ঝড় চলছে, সেইসময়ও উত্তর মালদা কেন্দ্র থেকে কংগ্রেসকে জিতিয়ে দিয়েছিলেন তিনি। যদিও, ওই জেলায় গত পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ট খারাপ ফল করেছিল কংগ্রেস। ১৪'টি আসনের মধ্যে তারা পায় মাত্র ২'টি আসন।
রাজ্যভিত্তিক আসন সমঝোতা নিয়ে ইয়েচুরির বক্তব্যকে স্বাগত জানাল প্রদেশ কংগ্রেস
তৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৌসম বেনজির নূর বলেন, “আমি দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)-কে দেখে অনুপ্রাণিত হই। তাঁর আদর্শ আমাকে টানে বহুদিন ধরেই। তাঁর নেতৃত্বে এই রাজ্যের উন্নয়নের লক্ষ্যে জমিয়ে কাজ করব আমি। আমাদের বিজেপির বিরুদ্ধৈ লড়তে হবে। আমি নিশ্চিত, আগামী লোকসভা নির্বাচনে ৪২'টি কেন্দ্রেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী”।