এই ঘটনায় কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
হাইলাইটস
- সরকারি আবাসিক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে
- ঘটনায় একজনকে গ্রেফতার করেছে প্রশাসন
- অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বয়স মাত্র ১৪ বছর
ভূবনেশ্বর: মা হল স্কুল ছাত্রী! ওড়িশার কান্ধামাল জেলার একটি সরকারি আবাসিক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে প্রশাসন। তাছাড়া হস্টেলের ছ'জন কর্মীকে বরখাস্তও করা হয়েছে। অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বয়স ১৪ বছর। জানা গিয়েছে শনিবার রাতে সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এ খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক চারুলতা ভৌমিক। এই স্কুলটি পরিচালনের দায়িত্বে আছে আদিবাসী উন্নয়ন পর্ষদ। এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মা এবং শিশু দুজনেই সুস্থ আছে।
শুনশান পথে তরুণীকে জোর করে বিষ খাওয়ানোর চেষ্টা, তির ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে
এই ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। বিভাগীয় মন্ত্রী রমেশ মাঝি জানিয়েছেন জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ করে বিস্তারিত রিপোর্টও জমা দিতে হবে। তাঁর কথায় ঘটনাটিকে সরকার গুরুত্ব দিয়ে দেখছে। মন্ত্রীই জানান এই ঘটনায় কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
বরখাস্ত হওয়া ছ'কর্মীর পরিচয় জানানো হয়েছে। এদের মধ্যে আছে দুই রাঁধুনি এবং একজন মহিলা আধিকারিক। শুধু তাই নয় স্কুলের প্রধান শিক্ষক রাধারানি ডানিয়েলকে সাসপেন্ড করার সুপারিশও জমা পড়েছে।
প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন স্ত্রী, জানুন তারপর কী করলেন স্বামী
অন্যদিকে সদ্য মা হওয়া ছাত্রীর দাবি সন্তান প্রসব করতেই তাকে এবং তার কন্যা সন্তানকে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। উপায় না পেয়ে সন্তান নিয়ে সে জঙ্গলে থাকতে বাধ্য হয়েছে। এরপর রবিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এই ঘটনায় বিজেডি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস এবং বিজেপি।