ভিডিওয় দেখা যায় সাপটা থেকে থেকে ছোবল মারছে হাতে ধরা মাইকে!
হাইলাইটস
- রিপোর্টারের হাতে ধরা মাইকে সাপের ছোবলের ভিডিও ভাইরাল
- চ্যানেল নাইনের সেই রিপোর্টারকে কার্যতই আতঙ্কিত দেখিয়েছে ভিডিওয়
- ভিডিও দেখে শিউরে উঠেছেন অনেকেই
একজন রিপোর্টারের ঘাড়ে উঠে পড়েছে একটা সাপ। তারপর থেকে থেকে ছোবল মারছে রিপোর্টারের হাতে ধরা মাইকে (Snake Repeatedly Strikes Mic)। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হল। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের সেই রিপোর্টারের নাম সারাহ কওট। তিনি বৃহস্পতিবার জানালেন, ওই ভিডিও (Snake video) তোলার সময় তিনি কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সাপের থেকে নিরাপত্তা সংক্রান্ত এক ভিডিও তোলার সময় ওই অংশটিও রেকর্ড করা হয়। Today-কে সারাহ জানাচ্ছেন, ‘‘কেবল দু'টি শট নেওয়ার কথা ছিল সাপের থেকে নিরাপত্তা সংক্রান্ত ভিডিওটির জন্য। আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমার হাত মাইক্রোফোনের একেবারে কাছে ছিল। ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর ছিল।''
‘‘ও আমার মাইক্রোফোনে ছোবল মারছিল। আমার হাত খুঁজে পেয়ে গেলে কী হত?'' প্রশ্ন সারাহর। // তিনি আরও জানাচ্ছেন, ‘‘অধিকাংশ সাপই আপনাকে ততটাই ভয় পায়, যতটা আপনি ওকে পান।''
বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সাপকে গিলে ফেলল সবুজ ব্যাঙ, তারপর?
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সারাহর পরিস্থিতি দেখে অনেকেই শিউরে উঠেছেন।
Today-কে সারাহ জানাচ্ছেন, ‘‘আমার ক্যামেরাম্যান ও সাপের তত্ত্বাবধায়ক ওখানেই দাঁড়িয়েছিল। ওদের মনে হচ্ছিল ব্যাপারটা দুর্দান্ত হচ্ছে।'' তিনি আরও জানান, সাপটি শান্ত হয়ে যায় এবং শটটিও শেষমেশ দেওয়া সম্পূর্ণ হয়। এবং কাজ শেষ হতে না হতেই সাপটিকে তাঁর কাঁধ থেকে নামিয়ে হাঁফ ছাড়েন সারাহ।
বাঘে-কুকুরে একসঙ্গে! ল্যাব্রাডরের 'ভালো বন্ধু' চিতা?
আপনার কাঁধে সাপ উঠে পড়লে আপনি সাহস ধরে রাখতে পারতেন? কী মনে করেন, জানান কমেন্ট সেকশনে।
Click for more
trending news