This Article is From Jun 18, 2018

মমতার সঙ্গে আহমেদ প্যাটেলের সাক্ষাৎ আসলে কংগ্রেসের পক্ষ থেকে বার্তা

দিল্লি সরকারের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বিরোধিতা নিয়ে মতপার্থক্য সত্ত্বেও বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল রবিবার দেখা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে

মমতার সঙ্গে আহমেদ প্যাটেলের সাক্ষাৎ আসলে কংগ্রেসের পক্ষ থেকে বার্তা

দিল্লিতে রাজ্যের অতিথিশালায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আহমেদ প্যাটেল

হাইলাইটস

  • জোটের স্বার্থেই মমতার সঙ্গে সাক্ষাৎ করলেন আহমেদ প্যাটেল, জল্পনা চলছে
  • অরবিন্দ কেজরিওয়ালের ধর্নার মাঝেই দেখা করলেন প্যাটেল ও মমতা
  • কেজরিওয়ালকে সমর্থন দিয়েছে তৃণমূল, কংগ্রেস দেয়নি
নিউ দিল্লি: দিল্লি সরকারের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বিরোধিতা নিয়ে মতপার্থক্য সত্ত্বেও বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল রবিবার দেখা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

বড়ো ফুলের তোড়া ও ফলের ঝুড়ি নিয়ে মমতার সঙ্গে দেখা করতে আসা আহমেদ প্যাটেলকে চাণক্যপুরীর বঙ্গভবন টু’তে বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রবিবার।

তৃণমূলের নেতাদের মতে, বিরোধী দলের জোটের ভাবনাকে আহমেদ প্যাটেলের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ঘটনাটি আরও একটু উসকে দিল। পরিষ্কার হয়ে গেল জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্বও।

“আহমেদ প্যাটেলের মমতার সঙ্গে সাক্ষাৎ করাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। সোনিয়ার গান্ধীর পরামর্শমতোই যে তিনি দেখা করতে এসেছিলেন, সেটিও দিনের আলোর মতো স্পষ্ট। বিজেপি বিরোধী দলগুলোর নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন অন্যতম প্রধান মুখ। বিজেপি বিরোধী এই জোটে নিজেদের জায়গা করার ব্যাপারে বদ্ধপরিকর কংগ্রেসও”, তৃণমূলের দলীয় সূত্র থেকে এই কথা জানা গিয়েছে।

অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের সরকার বিরোধী ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিরোধী পদক্ষেপ নিয়ে কংগ্রেসের সঙ্গে মতপার্থক্য রয়েছে বিজেপি বিরোধী বাকি দলগুলির। কংগ্রেস কেজরিওয়ালকে সমর্থন করছে না এই ইস্যুতে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার খোলাখুলি সমর্থন জানিয়েছেন।

এই বিতর্ককে নেপথ্যে রেখেই আহমেদ প্যাটেল এবং মমতার মধ্যে এই সাক্ষাতকারটি হল।

তৃণমূল, তেলুগু দেশম, জেডিএসের মতো আঞ্চলিক দলগুলি যখন কেজরিওয়ালকে খোলাখুলি সমর্থন জানাতে দ্বিধা করছে না বিন্দুমাত্র, তখন তাদের সঙ্গে এক সারিতে না দাঁড়িয়ে ‘নাটুকেপনা’ করার জন্য কেজরিওয়ালের তীব্র সমালোচনা করে তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তাঁর সরকারের কাজে চরম হস্তক্ষেপ করে তাঁকে কাজ করতে দিচ্ছেন না বলে যে অভিযোগ করেছেন কেজরিওয়াল, বিজেপি বিরোধী সমস্ত দল এই অভিযোগকে কেন্দ্র করেই নিজেদের একত্রিত করার চেষ্টা চালাচ্ছে মোদি সরকারের বিরূদ্ধে।    

মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালার পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ড়ু, কর্ণাটকের এইচ ডি কুমারস্বামী নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেন। এই ব্যাপারটির সমাধানের জন্য তাঁরা কেন্দ্রের কাছে আর্জি জানান।   


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.