ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার সময় ছবি আর সেলফি তুলছিল মানুষ।
অমৃতসর: গতকাল অমৃতসরের কাছে রেল দুর্ঘটনায় 60 জনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। দশেরা পালন করার সময় রেললাইনে উঠে এসে চলন্ত ট্রেনের ধাক্কায় মারা গেল এতজন মানুষ। গুরুতর আহত আরও বহু। মানাওয়ালা এবং ফিরোজপুর স্টেশনের মধ্যে ঘটা এই দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, অতগুলো মানুষ ট্রেনের তলায় চাপা পড়ার পরেও অন্যরা নিজেদের মোবাইল থেকে দশেরার রাবণ বধের ভিডিও করতে ব্যস্ত। ওই ঘটনার মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পাঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোত কৌর সিধু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কেউই জানে না কীভাবে আচমকা ঘটে গেল পুরো ঘটনাটা। সকলে রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত ছিল।
বহু বিশিষ্ট নাগরিক সহ রাজনৈতিক নেতারা এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে টুইট করেছেন।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করেন, "কী ভয়ঙ্কর নির্বোধের মতো একটি ঘটনা এটা। এই মর্মান্তিক ঘটনাটির ভিডিও দেখলেই তা মালুম হয়। এতগুলো মানুষের ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, অথচ কী উদাসীনভাবে আরও কত মানুষ তার ভিডিও করে যাচ্ছিল! ভাবা যায় না"!