This Article is From Apr 09, 2019

ছত্তিশগড়ের মাও হানায় বিজেপি বিধায়ক সহ মৃত ৫, ঘটনায় শোক জ্ঞাপন মোদীর

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ছত্তিশগড়ের(Chhattisgarh) বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীও(Bhima Mandavi) গাড়ির মধ্যে ছিলেন।

ছত্তিশগড়ের মাও হানায় বিজেপি বিধায়ক সহ মৃত ৫, ঘটনায় শোক জ্ঞাপন মোদীর

হাইলাইটস

  • ছত্তিশগড়ের মাও হানায় বিজেপি বিধায়ক সহ পাঁচ
  • ছত্তিশগড়ের বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীও গাড়ির মধ্যে ছিলেন
  • ছবি দেখে মনে হচ্ছে হামলার সময় বিস্ফোরণও ঘটিয়েছে মাওবাদীরা
দান্তেওয়ারা:

ছত্তিশগড়ের(Chhattisgarh) দন্তেওয়ারা(Dantewada) জেলায় বিজেপি  বিধায়কের কনভয়ে হামলা ৫ জনের  প্রাণহানীর আশঙ্কা । সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ছত্তিশগড়ের(Chhattisgarh) বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীও(Bhima Mandavi) গাড়ির মধ্যে ছিলেন।  

হামলার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া  যাচ্ছে না।  ইতিমধ্যেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা  আধিকারিকের মৃত্যু নিশ্চিত হয়েছে। তাছাড়া দুপক্ষের  মধ্যে  গুলির লড়াই এখনও চলছে বলে জানা গিয়েছে। প্রচার করার সময় বিধায়কের গাড়িতে হামলা চলে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(pm modi)। তিনি জানিয়েছে মাও হানায় যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের   আত্মার শান্তি কামনা করি। ভীমা মান্ডবী(Bhima Mandavi)  বিজেপির একজন  দক্ষ কর্মী ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের প্রতি  সমবেদনা জানাই।

ঘটনাস্থল থেকে আসা ছবি দেখে মনে হচ্ছে হামলার সময় বিস্ফোরণও ঘটিয়েছে মাওবাদীরা।   হামলায় মৃতদের  মধ্যে প্রায় সকলেই বিধায়কের(Bhima Mandavi)  দেহরক্ষী বলে মনে  করা হচ্ছে।

গত ডিসেম্বর মাসে ছত্তিশগড়ে  বিধানসভা  নির্বাচন হয়। তাতে বড় জয় পায়  কংগ্রেস। তবু এই  আসনে জয়ী হন ভীমা(Bhima Mandavi) । কংগ্রেসের দেবতী কর্মাকে পরাজিত করেন তিনি।

 লোকসভা  নির্বাচনের (Lok Sabha  Elections 2019 ) ঠিক আগে  এই ঘটনা ঘটল। বিধানসভা  নির্বাচনের (Assembly Elections) আগেও হামলা  হয়েছিল। এই এলাকাটি বস্তার কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানে ১১ এপ্রিল ভোট। এ রাজ্যে ১১ তারিখ ছাড়াও ১৮ তারিখ ভোটে হবে।.

এই ঘটনার পর অনেকেরই ২০১৩ সালের একটি হামলার কথা  মনে পড়ে  যাচ্ছে। এ রাজ্যের সুকমা জেলাতেই কংগ্রেসের একাধিক  গুরুত্বপূর্ণ নেতা  সহ ২৭ জনের মৃত্যু হয়েছিল মাওবাদী হামলায়। মৃতদের মধ্যে রাজ্যের মন্ত্রী মহেন্দ্র কর্মা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দ কুমারফ প্যাটেলও ছিলেন।

.