This Article is From Jul 09, 2018

চীনে প্রতিযোগিতায় এক মিনিটে 50 টা লঙ্কা খেয়ে নিলেন এক ব্যক্তি

স্থানীয় বাসিন্দা ট্যাং শুয়াইহুই প্রতিযোগিতায় জিতে তিন গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণমুদ্রা বাড়িতে নিয়ে যায়।

চীনে প্রতিযোগিতায় এক মিনিটে 50 টা লঙ্কা খেয়ে নিলেন এক ব্যক্তি

এই উৎসব অগাস্ট মাসের শেষ পর্যন্ত চলবে এবং প্রতিদিন লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হবে।

নিনক্সিয়াংপু, চীন:

সোমবার চীনের হুনান প্রদেশে ঝালপ্রেমী মানুষদের নিয়ে আয়োজিত একটা বার্ষিক চিলি পিপার উৎসবে লঙ্কা খাওয়ার প্রতিযোগিতায় এক ব্যক্তি এক মিনিট সময়ের মধ্যে পঞ্চাশটা লঙ্কা খেয়ে প্রথম স্থান অধিকার করেন। 

স্থানীয় বাসিন্দা ট্যাং শুয়াইহুই প্রতিযোগিতায় জিতে তিন গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণমুদ্রা বাড়িতে নিয়ে যায়। চীনের হুনান প্রদেশের নিনক্সিয়াংয়ের স্থানীয় থিম পার্কে গত বছরের ন্যায় এই বছরেও ওই উৎসবের আয়োজন করা হয়েছিল।   

জরুরি পরিষেবার জন্য ডাক্তারের উপস্থিতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দশ জন প্রতিযোগীর প্রত্যেককে পঞ্চাশটা করে লঙ্কা খেতে দেওয়া হয়েছিল এবং সবচেয়ে কম সময়ে যে শেষ করতে পারবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল।  

ট্যাং মাত্র 68 সেকেন্ড সময়ের মধ্যে সবকটা লঙ্কা খেয়ে ফেলেছিল। একটা পুলের মধ্যে ভাসমান তিনটন লঙ্কার মধ্যে প্রতিযোগীদের বসানো হয়েছিল।

“সঞ্চালকের কথা শেষ হতে না হতেই সে খুব দ্রুত লঙ্কাগুলো খেয়ে ফেলেছিল”, তানহে অ্যানসিয়েন্ট সিটি নামক থিম পার্কের এক কর্মী সান মিনিয়াং জানান।

পুলে ভাসমান লঙ্কাগুলো যেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ত্বকের প্রদাহের কারণ না হয়- এ বিষয়ে লক্ষ্য রাখতে বিভিন্ন দুর্বল প্রজাতির পুলে ব্যবহার করা হয়েছিল।

চীনের হুনান প্রদেশের বিভিন্ন খাদ্য তার মশলা এবং রঙের জন্য বিখ্যাত। এছাড়াও চীনের সিচুয়ান, ক্যান্টোনিজ ইত্যাদি বিভিন্ন প্রদেশের খাবারই বেশ বিখ্যাত।

এই উৎসব অগাস্ট মাসের শেষ পর্যন্ত চলবে এবং প্রতিদিন লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

Click for more trending news


.