চুরি করতে এসে মহা বিপদে পড়তে হল চোরকে।
এক মজাদার ব্যর্থ চুরির (Hilarious Robbery Fail ) ঘটনা ধরা পড়ল ক্যামেরায়। Shanghaiist-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চিনের এক এটিএম কাউন্টারে দেখা গিয়েছে এই অদ্ভুত ঘটনা। এক দুষ্কৃতী এটিএম লুঠ (ATM Robber) করতে এসে দরজা বন্ধ করে। পরে চোর বাবাজি আর ভেবে পায়নি দরজা খুলবে কেমন করে। সে রীতিমতো ঘাবড়ে একাকার হয়ে যায়। চিনের শানডং শহরের এই ঘটনা। দুষ্কৃতী ভিতরে ঢোকার পর আচমকাই তাকে ঘাবড়ে দেয় স্বয়ংক্রিয় ভয়েস মেসেজ। এবার সে দরজা লক করে দেয়। কয়েক সেকেন্ড পরই সেটা খোলার চেষ্টা করে ব্যর্থ হয় সে। এতেই আরও ভয় পেয়ে যায় সে।
Viral Video: চিড়িয়াখানায় ছবি তুলছিল শিশু, আচমকা হামলা বাঘের.... তারপর!
একটা ধাতব বস্তু দিয়ে সে দরজায় আঘাত করতে শুরু করে। খানিক পরে সে এটিএমটাকেই ভাঙতে চেষ্টা করে। দেখে নিন সেই চমকে দেওয়া ভিডিও:
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এত চেষ্টা করেও সে ব্যর্থ হয় দরজা ভাঙতে। বরং বেজে ওঠে এটিএম অ্যালার্ম। শেষ পর্যন্ত কোনওমতে দরজা ভেঙে চম্পট দেয় চোর বাবাজি। তবে শেষ পর্যন্ত সে বাঁচতে পারেনি। পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।
এই অবশ্য প্রথম নয়। এর আগে সেপ্টেম্বরেও এক চোরের চুরি করতে এসে চরম বিড়ম্বনায় পড়ার ঘটনা ভাইরাল হয়ে যায়।
Click for more
trending news