This Article is From Mar 23, 2020

করোনা আতঙ্কে তিহার জেল থেকে ছাড়া হবে ৩০০০ কয়েদিকে

এর মধ্যে ১৫০০ কয়েদি রয়েছে যারা আলাদা আলাদা অপরাধে সাজাপ্রাপ্ত। তাদের প্যারোলে ছাড়া হবে। এছাড়া ১৫০০ কয়েদি রয়েছেন বিচারাধীন।

করোনা আতঙ্কে তিহার জেল থেকে ছাড়া হবে ৩০০০ কয়েদিকে

Coronavirus: তিহার জেল থেকে ছাড়া হবে ৩,০০০ বন্দিকে।

হাইলাইটস

  • জেল থেকে আগামী ৩-৪ দিনের মধ্যে প্রায় তিনহাজার বন্দিকে ছেড়ে দেওয়া হচ্ছে
  • মোট ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পূর্ণ লকডাউন চলছে
  • করোনায় এখনও পর্যন্ত দেশে ৮ জনের মৃত্যু ঘটেছে
‌নয়াদিল্লি:

দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্ক। এখনও পর্যন্ত দেশের মোট ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পূর্ণ লকডাউন (Lockdown) চলছে। বন্ধ রেল চলাচল। কেবল মালগাড়ি চলছে। এই পরিস্থিতিতে তিহার জেল (Tihar Jail) প্রশাসন জেল থেকে আগামী ৩-৪ দিনের মধ্যে প্রায় তিনহাজার বন্দিকে ছাড়া হবে। এর মধ্যে ১৫০০ কয়েদি রয়েছে যারা আলাদা আলাদা অপরাধে সাজাপ্রাপ্ত। তাদের প্যারোলে ছাড়া হবে। এছাড়া ১৫০০ কয়েদি রয়েছেন বিচারাধীন।

করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে প্রায় সর্বত্র লকডাউনের পরিস্থিতি। মোট ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পূর্ণ লকডাউন চলছে। মালগাড়ি ছাড়া কোনও ট্রেন চলছে না। বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে অন্তর্দেশীয় বিমান চলাচল। সরকার সকলের কাছে আবেদন জানাচ্ছে, খুব প্রয়োজন না থাকলে বাইরে না বেরোতে। এখনও পর্যন্ত অধিকাংশ মানুষই তা মেনে চললেও এখনও রাস্তায় অন‌েককে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে নিয়মের ব্যাপারে আরও কড়া হতে চাইছে সরকার।

.