This Article is From Mar 18, 2020

মৃত্যুপুরী ইতালিতে সদ্যোজাতর ন্যাপিতে লেখা 'অল ইজ ওয়েল'! বাঁচার অনুপ্রেরণা মিলানের নবজাতক

সেই পোস্টের নীচে নিগুআর্ডা হাসপাতালের বার্তা, "জীবন সবার থেকে শক্তিশালী। এই মহামারীর মধ্যেও যারা পৃথিবীর আলো দেখছেন, তাদের স্বাগত। তারাই প্রমাণ জীবনকে স্তব্ধ করে রাখা যায় না।" 

মৃত্যুপুরী ইতালিতে সদ্যোজাতর ন্যাপিতে লেখা 'অল ইজ ওয়েল'!  বাঁচার অনুপ্রেরণা মিলানের নবজাতক

করোনা আক্রান্ত ইতালিতে আশার আলো নবজাতক।

ইতালিতে একটা প্রবাদ আছে "আন্দ্রা তুত্ত বেনে"। যার ইংরাজি তর্জমা করলে দাঁড়ায় "অল ইজ ওয়েল"। আর বাংলায়, "সব ঠিক হয়ে যাবে"। এই শব্দটাই এখন ঘুরে-ফিরে মন্ত্রর মতো জপছে গোটা ইতালি (Italy)। নেপথ্যে মিলানের এক নবজাতক (Newborn in Milan)। যার ন্যাপিতে চিকিৎসকরা লিখে রেখেছেন, "আন্দ্রা তুত্ত বেনে"। কেন? কারণ, করোনা সংক্রমণের জেরে ইতালি যখন মৃত্যুপুরী (worst affected by Covid-19), তখন সেই পরিস্থিতিতে অক্সিজেন যোগাচ্ছে মিলানের এই নবজাতক। ঘুরে দাঁড়াতে অনুপ্রেরণা দিচ্ছে তামাম ইতালিকে। চিকিৎসকরা বলছেন, মৃত্যু স্তব্ধ করতে পারেনি জীবনকে। এই নবজাতক যেন তারই বার্তা বহন করছে। মিলানের সেই নবজাতকের ছবি সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন সে শহরের নিগুআর্ডা হাসপাতাল। ১৫ মার্চ পোস্ট করা হয় সেই ছবি। ইতালিবাসীকে বাঁচতে চাওয়ার অনুপ্রেরণা জোগাতে সেই ছবি পোস্ট বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই সেই পোস্টের নীচে নিগুআর্ডা হাসপাতালের বার্তা, "জীবন সবার থেকে শক্তিশালী। এই মহামারীর মধ্যেও যারা পৃথিবীর আলো দেখছেন, তাদের স্বাগত। তারাই প্রমাণ জীবনকে স্তব্ধ করে রাখা যায় না।" 

শত্রু করোনায় কাহিল ভারতীয় সেনাও, "করোনা ভাইরাস পজিটিভ" সেনা আধিকারিকের

দেখে নিন সেই ছবি:  

ফেসবুকে সেই ছবি পোস্ট হওয়ার পর থেকেই গত ৭২ ঘণ্টায় লাইক আর শেয়ারের বন্যায় ভেসেছে সেই নবজাতকের কাহিনী। এযাবৎকাল প্রায় ৬ হাজার শেয়ার আর ৩৬০০টি লাইক কুড়িয়েছে মিলানের সেই নবজাতক। সেই হারে মন্তব্যেও নবজীবনকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। জানা গিয়েছে, এক দিনের মধ্যে ইতালিতে করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে প্রায় ১৭০০ জনের। সে দেশে এখন মৃতের সংখ্যা ২৫০৩। সংক্রমিতের সংখ্যা প্রায় ৩১ হাজার। দেশজুড়ে তালাবন্ধ পরিস্থিতি। স্বেচ্ছায় গৃহবন্দি হাজারে হাজারে মানুষ। মিলান, রোমের জনপথ এখন যেন মরুভূমি। 

 করোনা ভাইরাসের প্রভাব রেল চলাচলেও, এখনও পর্যন্ত বাতিল ৮৫ টি ট্রেন

এদিকে, হু-সহ অন্য স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের সংক্রমণ এড়াতে বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছে। নিজেকে এবং পরিবারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বার্তা পাঠানো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি একটু সন্দেহতেই স্বাস্থ্যকেন্দ্রের পরামর্শ নিতে গোটা বিশ্বকে বার্তা পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। 

Click for more trending news


.