মুকেশের দাবি, সে অপরাধের দিন দিল্লিতেই ছিল না।
হাইলাইটস
- নির্ভয়া মামলার অন্যতম অপরাধী মুকেশের দাবি, অপরাধের সময় সে দিল্লিতে ছিল না
- আদালত আপাতত রায়দান স্থগিত রেখেছে
- ২০ মার্চ ফাঁসি হওয়ার কথা চার অপরাধীর
নয়াদিল্লি: নির্ভয়া মামলার (Nirbhaya Case) অন্যতম আসামি মুকেশ সিংহ (Mukesh Singh) দাবি করল অপরাধের দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর, ২০১২ সালে সে দিল্লিতে ছিল না। দিল্লির এক আদালতে সে এই দাবি করেছে। মৃত্যুদণ্ড রদ করার চেষ্টা করতে সে এই দাবি করেছে। আদালত রায়দান স্থগিত রেখেছে। তবে অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা এদিনই পরে রায় জানাবেন। মুকেশের আর্জিতে জানানো হয়েছে, তাকে দিল্লি থেকে পুলিশ গ্রেফতার করেছিল ১৭ ডিসেম্বর। কিন্তু সে ১৬ ডিসেম্বর দিল্লিতে ছিল না। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবী জানান, মুকেশের এমন দাবি ভিত্তিহীন এবং ফাঁসি পিছিয়ে দেওয়ার কায়দা ছাড়া কিছু নয়।
"শপথের পর কথা বলবো": রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়া প্রসঙ্গে বললেন রঞ্জন গগৈ
মুকেশ আরও জানিয়েছে, তার উপরে তিহার জেলের অভ্যন্তরে অত্যাচার করা হয়েছে।
৫ মার্চ নির্ভয়া মামলার চার অপরাধী মুকেশ সিংহ (৩২), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও অক্ষয়কুমার সিংহ-র (৩১) নামে মৃত্যু পরোয়ানা জারি করা হয়। ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটার সময় তাদের ফাঁসি হওয়ার কথা।