Read in English
This Article is From Dec 24, 2018

'কাকা'র সঙ্গে ভাইঝি শেখ হাসিনার লড়াইয়ের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ

সেই অক্সফোর্ড ফেরত আন্তর্জাতিক আইনজীবী কামাল হোসেনের গড়া জোটের বিরুদ্ধেই হাসিনার আওয়ামি লিগের মূল লড়াই হতে চলেছে

Advertisement
Bangladesh

শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।

ঢাকা:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ 'কাকা' বলে ডাকেন তাঁকে। তিনি, ঘটনাচক্রে, শেখ হাসিনার বাবা শেখ মুজিবর রহমানের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের এক সহযোদ্ধাও বটে। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় লড়াইও করেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে। সেই অক্সফোর্ড ফেরত আন্তর্জাতিক আইনজীবী কামাল হোসেনের গড়া জোটের বিরুদ্ধেই হাসিনার আওয়ামি লিগের মূল লড়াই হতে চলেছে।

প্রেমে ব্যর্থ হয়ে পাঁশকুড়ায় যুবতীকে হত্যা

আগামী মাসেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। কামাল হোসেন হাত মিলিয়েছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি'র সঙ্গে। কামাল হোসেনের মতে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাঁদের জোটের ক্ষমতায় আসা প্রয়োজন।  শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। 

আইনজীবী কামাল হোসেন

'কাকা'র সঙ্গে ভাইঝি শেখ হাসিনার লড়াইয়ের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ

Advertisement

৮২ বছরের কামাল হোসেন সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, "গত পাঁচ বছর ধরে এই দেশে যা চলছে তা সম্পূর্ণ অনভিপ্রেত। যদিও, এই বৃদ্ধ বয়সে এসে সবসময় হাতে লাঠি নিয়ে চলা কামাল হোসেন প্রধানমন্ত্রী হতে চান না। তবে, তাঁর কথায়, আমাদের জোটের অনেকেই আমাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ব্যক্তিগতভাবে। মালয়েশিয়ার মহাথির মহম্মদ ৯২ বছর বয়সে যেমন এই বছর ওই দেশের প্রধানমন্ত্রী হলেন, এই ব্যাপারটাও অনেকটা তেমনই।

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement