Read in English
This Article is From Feb 22, 2019

স্কুটার থেকে ছিটকে পড়ল শিশু, দু’পায়ের ফাঁকে আগলে হাতিদের থেকে বাঁচালেন গজরাজই

চার বছরের অহনা যেখানে পড়েছিল সেখানেই দুই পা দিয়ে আড়াল করে দাঁড়ায়। দলের অন্যান্য সদস্যরা পেরিয়ে যায় নির্বিঘ্নে। এর আগে বেশ কয়েকটি ঘটনায় হাতিদের আক্রমনে প্রাণ হারিয়েছেন বহু পর্যটক।

Advertisement
সিটিস

হাতির দল পেরিয়ে যেতেই মায়ের কোলে ফিরে যায় ছোট্ট অহনা

জলপাইগুড়ি :

বৃহস্পতিবার জঙ্গলের ভেতরের মন্দিরে পুজো দিয়ে লাটাগুড়িতে বাড়ি ফিরছিলেন ঘোষ পরিবার। আচমকা হাতির দলের সামনে তাঁদের স্কুটার থেকে ছিটকে পড়ে যায় চার বছরের কন্যা। সকলকে তাজ্জব করে দিয়ে এক হাতিই দলের অন্যান্যদের কাছ থেকে শিশুটিকে রক্ষা করে আড়াল করে রাখে। গরুমারা অরণ্যের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। এই জাতীয় সড়ক জঙ্গলটিকে দু'ভাগে ভাগ করে। পুজো দিয়ে স্কুটারে করেই বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী নিতু ঘোষ, তাঁর স্ত্রী তিতলি ও মেয়ে অহনা। হঠাত তাঁরা দেখেন একদল হাতি রাস্তা পার করছে। তাঁরা থেমে যান, হাতির দল পেরিয়ে গেলে রাস্তা পার করতে যান। 

জালিয়াতি মামলায় কারাদণ্ড বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, রেজিস্ট্রার ও শিক্ষককের

তাঁরা বুঝতে পারেননি আরেকটি দল রয়েছে হাতির। নিতু ঘোষ স্কুটার নিয়ে রওনা দিতে না দিতেই ওই হাতির দলটিও রাস্তায় এসে পড়ে, স্কুটারটি পড়ে হাতির দলের মাঝে। আকস্মিক ব্রেক কষায় ছিটকে পড়েন তিনজনই। এরপরেই হাতির পাল থেকে বেরিয়ে আসে এক সদস্য, চার বছরের অহনা যেখানে পড়েছিল সেখানেই দুই পা দিয়ে আড়াল করে দাঁড়ায়। দলের অন্যান্য সদস্যরা পেরিয়ে যায় নির্বিঘ্নে। এর আগে বেশ কয়েকটি ঘটনায় হাতিদের আক্রমনে প্রাণ হারিয়েছেন বহু পর্যটক। ঘোষ পরিবার যে সমস্যায় পড়েছে তা বুঝেই এই ট্রাক চালকও তাঁর গাড়ি থামিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। হাতির দলটিকে তাড়া দিতে জোরে জোরে হর্ণ বাজাতে থাকেন তিনি। নিজগতিতে পেরিয়ে যায় হাতির দল, মেয়ে অহনাকে কোলে তুলে নেন তিতিলি। ট্রাকচালক এই পরিবারকে লাটাগুড়ি পৌঁছে দেন। নিতু ঘোষ ও তাঁর স্ত্রী আহত হওয়ায় জলপাইগুড়ি নার্সিংহোমে ভর্তি হন। মেয়ে অহনার তেমন আঘাত না থাকলেও এই ঘটনায় বেশ ভয়ের মধ্যে রয়েছে সে। 

Advertisement

সব ভাষাকেই সম্মান জানানোর আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

গরুমারা দক্ষিণের রেঞ্জার, অয়ন চক্রবর্তী বলেন, “কখনও কখনও বনের এক অংশ থেকে অন্য দিকে যাওয়ার সময় হাতিরা হাইওয়েতে দাঁড়িয়ে থাকে। যদি সময়মতো জানানো হয়, তাহলে বন বিভাগের কর্মীরা হাতিদের ভয় পাইয়ে সরিয়ে দেওয়ার জন্য ফটকা ফাটান।”



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement