This Article is From Jun 12, 2019

জম্মু কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হানা, শহিদ পাঁচ সিআরপিএফ জওয়ান, নিহত এক জঙ্গি

জম্মু কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হানা, শহিদ পাঁচ সিআরপিএফ জওয়ান, নিহত এক জঙ্গি

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগে (Anantnag) জঙ্গি (Terrorist) হানায় পাঁচজন সিআরপিএফ জওয়ান শহিদ হলেন। আহত দু'জন। এছাড়াও একজন পুলিশ আধিকারিক ও নাগরিকও আহত হয়েছেন। জানা যাচ্ছে, জওয়ানদের উপরে হানা চালানো দুই জঙ্গির একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। অনন্তনাগের কেপি রোডে ওই ঘটনাটি ঘটে। গ্রেনেড ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হানা চা‌লায় জঙ্গিরা। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। অনন্তনাগ পুলিশ স্টেশনের স্টেশন হাউস আধিকারিক আর্শাদ আহমেদ, যিনি ওই হামলায় আহত হয়েছেন, তাঁকে শ্রীনগরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে পিটিআই জানিয়েছে।

আগামী মাসে শুরু হতে চলা বার্ষিক অমরনাথ যাত্রার প্রস্তুতি নিচ্ছিল রাজ্য প্রশাসন। ঠিক তার আগেই এই হামলার ঘটনা ঘটল। দু'টি পথ ধরে তীর্থযাত্রীরা ওই মন্দিরে যান। যার একটি শুরু হয় অনন্তনাগ থেকে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মেহবুবা ওই হানার নিন্দা করেছেন। তিনি টুইট করেন, ‘‘অনন্তনাগে নিরাপত্তা কর্মীদের উপরে বর্বর আক্রমণের তীব্র নিন্দা করছি। শহিদ জওয়ানদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। যাঁরা আহত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।''

ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও এই ঘটনার নিন্দাপ্রকাশ করেছেন। তিনি টুইট করে জানান, ‘‘আজ অনন্তনাগে হওয়া সিআরপিএফ জওয়ানদের উপরে হামলার ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখিত। আমি অকপটে ওই হামলার নিন্দা করছি। মৃতদের আত্মার শান্তি কামনা করছি। আহতরা যেন দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য পান।''

কয়েক মাস আগে পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরে আবার রাজ্যে জঙ্গি হানার ঘটনা ঘটল।

.