This Article is From Aug 03, 2019

কলকাতার বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ৯২ বছরের এক বৃদ্ধের

দক্ষিণ বেহালা রোডের আনন্দনগরের স্বপ্ননীড় অ্যাপার্টমেন্ট থেকে ৯২ বছর বয়সী নাগেন চন্দ্র ভাওয়াল পড়ে যান। তাঁকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে গেল মৃত ঘোষণা করা হয়।"

Advertisement
Kolkata Written by

বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের, তাঁর মৃত্যু নিয়ে ছড়িয়েছে রহস্য

কলকাতা:

শহরের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিক মৃত্যু হল বেশ কয়েকজনের। কলকাতার বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। মৃত ওই বৃদ্ধের বয়স ৯২ বছর (92-year-old man)। প্রবীণ এই ব্যক্তি কীভাবে বহুতল থেকে পড়ে গেলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। বৃদ্ধের মৃত্যু প্রসঙ্গে এক পুলিশ কর্তা জানিয়েছেন, "দক্ষিণ বেহালা রোডের আনন্দনগরের স্বপ্ননীড় অ্যাপার্টমেন্ট থেকে ৯২ বছর বয়সী নাগেন চন্দ্র ভাওয়াল পড়ে যান। তাঁকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে গেল মৃত ঘোষণা করা হয়।" এদিকে অন্য একটি ঘটনায়, বিধান সরণি রোডে শুক্রবার বিকেলে হারু দাস (৬৮) নামে এক ব্যক্তিকে একটি লোহার কাঠামোর সঙ্গে ঝুলন্ত অবস্থায় (found hanging) পাওয়া গেছে। তবে তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। একজন মধ্যবয়স্ক ব্যক্তিও কলকাতার এমজি রোডের একটি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মারা যান। পুলিশ জানিয়েছে, "শুক্রবার সকালে ডায়মন্ড সিটির দক্ষিণ অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রমোদ জালান (৫৪) একটি বহুতলের ৮ তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মারা যান। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।"

আলিপুরদুয়ারে ৮ বছরের সন্তান সহ আত্মঘাতী দম্পতি

এদিকে বৃহস্পতিবার সন্ধেয় কলকাতার বিজয়গড় এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে  মায়া দত্ত নামের এক মহিলার দেহ। জানা গেছে, মহিলার শোবার ঘরের ভিতরে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় (found hanging) ৫৭ বছর বয়সী ওই অসুস্থ মহিলার দেহ পাওয়া যায়।

Advertisement

পণের জন্য অত্যাচার, গৃহবধূকে গাছ থেকে ঝুলিয়ে দিল শ্বশুরবাড়ির লোক

প্রতিবেশীরা জানিয়েছেন যে ওই মহিলার হাঁটাচলায় সমস্যা ছিল এবং বেশিরভাগ সময় শয্যাশায়ী থাকেন তিনি।

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement