This Article is From Aug 15, 2018

বারো হাজার বর্গফুটের জাতীয় পতাকা কলকাতা শহরে

এই পতাকা সেলাই করতে দর্জিদের সময় লেগেছে প্রায় 100 দিন

বারো হাজার বর্গফুটের জাতীয় পতাকা কলকাতা শহরে

স্বাধীনতার দিনে প্রদর্শিত হচ্ছে এই দীর্ঘ জাতীয় পতাকা

কলকাতা:

ভারতের 72 তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিশাল আকারের পতাকা বানিয়ে নজির গড়ল কলকাতা শহরেরই একটি ক্লাব। 12,150 বর্গ ফুট মাপের বিশাল ওই জাতীয় পতাকা তৈরি করেছে টালিগঞ্জ ক্লাব।

টালিগঞ্জ ক্লাবের একজন সদস্য বলেন, তেরঙ্গা এই পতাকা সেলাই করতে দর্জিদের সময় লেগেছে প্রায় 100 দিন।

তিনি আরও জানান, ভারতীয় সমাজের বৈচিত্রময় সংস্কৃতির এবং সমন্বয় বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে ‘তিন রঙ হামারে’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষেই এই বিশাল পতাকাটি বানানো হয়।

ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর শীর্ষস্থানীয় আধিকারিকেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে, স্বাধীনতা ও দেশ সংক্রান্ত মতামত, শুভেচ্ছাবার্তা নেওয়া হয়েছিল কলকাতার প্রায় 10,000 মানুষের কাছ থেকে। সেই বার্তাসহ একটি কফিটেবল বইও প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে- জানান ক্লাবের ওই সদস্য।

কফিটেবিল বইটি পরবর্তীতে সেনা কর্মকর্তাদের উপহার দেওয়ার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

.