Read in English
This Article is From Dec 23, 2018

বাড়িতে আসা ব্যক্তিকে অর্থসাহায্য করতে গিয়ে কী পরিণতি হল সল্টলেকের বৃদ্ধার?

আবারও সেই সল্টলেকের আবাসন। আবারও আক্রান্ত বৃদ্ধা। এবার ঘটনা ঘটল পূর্বাচল হাউজিং কমপ্লেস্কে।

Advertisement
অল ইন্ডিয়া

বাড়িতে থাকা  আরও  কিছু টাকাও সঙ্গেই নিয়ে যায় ওই ব্যক্তি।

Highlights

  • আবারও সেই সল্টলেকের আবাসন, আবারও আক্রান্ত বৃদ্ধা
  • আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে
  • সল্টলেক বা কলকাতায় এ ধরনের ঘটনা নতুন নয়
কলকাতা:

আবারও সেই সল্টলেকের আবাসন। আবারও আক্রান্ত বৃদ্ধা। এবার ঘটনা ঘটল পূর্বাচল হাউজিং কমপ্লেস্কে।  চিকিৎসার জন্য টাকা  চাইতে আসা ব্যক্তিকে সাহায্য করতে  গিয়েই বৃদ্ধা আক্রান্ত হন বলে  পুলিশের দাবি। জানা গিয়েছে ফ্ল্যাটের কলিং বেল বাজার পর দরজা খুলে বৃদ্ধা  দেখেন বাইরে  এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। আসার কারণ জানতে  চাওয়ায়  সে জবাব দেয় চিকিৎসার জন্য অর্থসাহায্য প্রয়োজন। টাকা আনতে বাড়ির ভেতর দিকে  যান বৃদ্ধা। ঠিক সে  সময় পেছন থেকে  তাঁকে  ধারাল কিছু দিয়ে আঘাত করে আগন্তুক। মাটিতে পড়ে  যান বৃদ্ধা। এরপর তাঁর হাতে থাকা টাকা এবং আরও  কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় সে। বাড়িতে থাকা  আরও  কিছু টাকাও সঙ্গেই নিয়ে যায় ওই ব্যক্তি।

কলকাতা থেকে বিমানে চড়ে মাঝ আকাশেই অসুস্থ হয়ে মারা গেলেন এক যাত্রী

চিকিৎসার পর সুস্থই আছেন বৃদ্ধা। তাঁর সঙ্গে  কথা বলছে পুলিশ। অন্যদিকে আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে  ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।

Advertisement

সল্টলেক বা কলকাতায় এ ধরনের ঘটনা  নতুন নয়।  বৃদ্ধ – বৃদ্ধাদের একা পেয়ে আক্রমণ করে টাকা বা অন্য সামগ্রী লুঠের ঘটনা আগেও বহুবার ঘটেছে। অনেক ক্ষেত্রে দেখা  গিয়েছে আক্রান্তদের পরিচিতরাই রয়েছেন গোটা ব্যাপারটার নেপথ্যে। এই ঘটনার তদন্তের পর কী তথ্য উঠে আসে সেটাই দেখার।                                           

Advertisement