This Article is From Feb 07, 2019

লোকসভায় ধন্যবাদজ্ঞাপন ভাষণ, বিরোধী জোটকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

লোকসভায় প্রধানমন্ত্রী বলেন, “মোদীকে ঘৃনা করে দেশকে ঘৃণা করছে বিরোধীরা”।

লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নিউ দিল্লি:

লোকসভায় বক্তব্যে বিরোধীদের মহাজোটকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন, এর থেকে সচেতন সাধারণ মানুষ। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “৩০ বছরে এই প্রথম, ভারতকে সংখ্যাগরিষ্ঠ সরকার দিয়েছে মানুষ। এবার আসছে মহামিলওয়াত(জালিয়াত)”।

বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যেই প্রধানমন্ত্রী বলেন, “দূর্নীতির সরকার তৈরি হলে কী হবে, তা জানেন সাধারণ মানুষ”। এরপরেই ট্রেজারিবেঞ্চের দিকে ইঙ্গিত করে বলেন, “ভয় পাবেন না, মহান দূর্নীতিগ্রস্তরা এখানে আসতে পারবেন না”।

মোদীকে ভীতু বললেন রাহুল, সাহস থাকলে রাফাল বিতর্ক করুন প্রধানমন্ত্রী, দাবি কংগ্রেস সভাপতির

তিনি বলেন, “একটা দূর্নীতিগ্রস্ত সরকার দেশের জন্য কতটা ক্ষতিকর, তা জানেন ভোটাররা...সরকারের যখন সংখ্যাগরিষ্ঠতা থাকে, তার কাজই অন্যরকম হয়”। তারপরেই কলকাতায় ২৩ টি বিরোধী দলের জনসভা সম্পর্কে তিনি বলেন, “কলকাতায় মিলিত হওয়া দূর্নীতিগ্রস্তদের সরকার চান না ভোটাররা”।

কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, “৫০-এর বেশীবার” নির্বাচিত সরকার ফেলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী,পাশাপাশি রবার্ট বঢরার প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, প্রতিরক্ষা চুক্তি “চাচা এবং মামাদের সঙ্গে”।

.