Read in English
This Article is From Jul 08, 2019

আজব পাগলামি, হাজার ফুট দীর্ঘ স্কাইস্ক্রাপারে চড়লেন এক ব্যক্তি

লন্ডনের সময় অনুযায়ী ভোর ৪টে নাগাদ ব্রিটিশ পুলিশকে ঘটনার খবর দেওয়া হয়

Advertisement
ওয়ার্ল্ড

পশ্চিম ইউরোপের সর্বোচ্চ টাওয়ারে চড়ে বসেন এক ব্যক্তি

লন্ডন:

সোমবার ভোর চারটে নাগাদ লন্ডনের বিখ্যাত স্কাইস্ক্রাপারে(London skyscraper)   চড়ে বসেন (Climbing) এক ব্যক্তি(Man)।তাঁর উদ্দেশ্য ছিল পশ্চিম ইউরোপের সর্বোচ্চ বাড়ি থেকে সূর্যোদয় দেখা।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তাঁদেরকে ভোর ৪টে ১৫ নাগাদ খবর দেওয়া হয় যে এক ব্যক্তি ওই সুদীর্ঘ টাওয়ারে  চড়েছেন।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় লন্ডনের পুলিশ (London Police)। ওই ব্যক্তিকে সেখান থেকে নামিয়ে এনে গ্রেফতার (Arrest) করা হয়।

লন্ডন ব্রিজের কাছেই অবস্থিত ওই টাওয়ারটি ৩১০ মিটার অর্থাৎ ১০১৭ ফুট লম্বা। ওই টাওয়ারে বিভিন্ন অফিস,রেস্টুরেন্ট,হোটেল রয়েছে। জানা গেছে, ওই টাওয়ারে চড়ার আজব ভাবনা ওই ব্যক্তির মাথায় চাপে শুধুমাত্র শহরের দীর্ঘতম বাড়ি থেকে সূর্যোদয় দেখতে কেমন লাগে তা উপভোগ করার জন্যে। কিন্তু ওই খেয়ালখুশির ফল হাতেনাতেই পান তিনি। সূর্যোদয় উপভোগের বদলে ওই ব্যক্তির স্থান এখন হয়েছে লন্ডন পুলিশের হেফাজতে।এই জন্যেই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement