ডাম্পারের চালক এবং খালাসি পলাতক (প্রতীকী)
কলকাতা: একজন মহিলা সমেত এক পরিবারের পাঁচজন পশ্চিমবঙ্গের মালদা জেলায় এক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার মারা গেল বলে পুলিশ সূত্রে জানা গেল।
বীরভূম জেলার রামপুরহাট থেকে একটা নিমন্ত্রণ সেরে ফেরার পথে মালদার বৈষ্ণবনগর এলাকায় হাইওয়েতে একটা দ্রুতগামী ডাম্পার ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়।
“পাঁচ সদস্য সমেত একটা গাড়ির সাথে একটা দ্রুতগামী ডাম্পার ট্রাকের বৈষ্ণবনগরের '18 মাইল' এলাকায় মঙ্গলবার রাত 2 টো নাগাদ সংঘর্ষ হয়। মালদা টাউনের বাসিন্দা মুরালি প্রসাদ এবং তাঁর পরিবারের চার জন এই ঘটনায় মারা গেছে, তাঁর স্ত্রী ও দুই সন্তানও এই দুর্ঘটনায় মারা গেছে”, বৈষ্ণবনগর পুলিশ স্টেশনের এক আধিকারিক জানান।
“প্রত্যেকেই গুরুতর আহত হয়। তাদের নিকটবর্তী শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়”, জানান তিনি।
ডাম্পারের চালক এবং খালাসি সেই স্থান থেকে পালিয়ে যায়।
“গাড়ির ক্ষত দেখে বোঝা যাচ্ছে ডাম্পার খুব দ্রুত বেগে আসছিল। আমরা গাড়িটাকে আটক করেছি এবং অভিযুক্ত পলাতক চালকের খোঁজ চলছে”, পুলিশ আধিকারিক আরও জানান।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)