This Article is From Jun 25, 2020

হ্যাপি বার্থ ডে হানি, মায়া, হুইস্কি! কেক কেটে মুম্বই পুলিশ লাইনে তিন জার্মান শেফার্ডের জন্মদিন উদযাপন

গত বছর জুলাই মাসে সেই তিনটি শেফার্ডের ছবি টুইট করে মুম্বই পুলিশকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন রক্ষিতা মেহতা

হ্যাপি বার্থ ডে হানি, মায়া, হুইস্কি! কেক কেটে মুম্বই পুলিশ লাইনে তিন জার্মান শেফার্ডের জন্মদিন উদযাপন

হানি, মায়া, হুইস্কির জন্মদিন পালিত হয়েছে।

ধুমধাম করে মুম্বই পুলিশের সদর দফতরে পালিত হল হানি, মায়া আর হুইস্কির জন্মদিন। রীতিমতো কেক কেটে, বেলুন ফাটিয়ে উদযাপন হয়েছে এই তিনটি জার্মান শেফার্ডের প্রথম জন্মদিন। গতবছর রক্ষিতা মেহতা নামে শহরের এক আবাসিক পুলিশকে এই তিনটি সারমেয় উপহার দিয়েছিল। গত বছর অগস্ট থেকেই পুলিশ প্রশিক্ষণের সঙ্গে যুক্ত এই তিন জার্মান শেফার্ড। আগামি কয়েক মাসের মধ্যেই নাগরিক নিরাপদ নিশ্ছিদ্র করতে পুলিশ লাইনের সদস্য করা হবে হানি, মায়া আর হুইস্কিকে। সরকারি টুইট পেজে জন্মদিন পালনের ছবি টুইট করে একথা জানিয়েছে মুম্বই পুলিশ। সেই ছবিতে দেখা গিয়েছে, বেলুন আর ব্যানার দিয়ে সাজানো ঘরে অতিকায় কেকের সামনে বসে ওই তিন বার্থ ডে বাডিজ। দেখুন সেই টুইট: 

কমেন্ট বক্সে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। 

গত বছর জুলাই মাসে সেই তিনটি শেফার্ডের ছবি টুইট করে মুম্বই পুলিশকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন রক্ষিতা মেহতা। সেই প্রস্তাবে সাড়া দিয়ে পাল্টা টুইট করেন পুলিশ কমিশনার সঞ্জয় বারভে। সেই থেকে তোড়জোড় শুরু। তারপরেই দেশ তথা মুম্বইবাসী সেবায় পুলিশ ট্রেনিং স্কুলের সদস্য করা হয় ওই তিন সারমেয়কে। খত দশ মাস ধরে চলছে তাদের প্রশিক্ষণ। 

Click for more trending news


.