हिंदी में पढ़ें Read in English தமிழில் படிக்க
This Article is From Dec 24, 2018

দুর্নীতির নতুন অভিযোগে নওয়াজ শরিফের সাত বছরের জেল

দুর্নীতির নতুন অভিযোগে সাত বছরের  জেল হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের।

Advertisement
ওয়ার্ল্ড

দুবাইয়ের স্টিলের কারখানার মালিকানা সম্পর্কিত মামলায় তাঁর জেল হয়েছে।

Highlights

  • জুন মাসে অন্য একটি দুর্নীতি মামলায় সাজা হয় নওয়াজের
  • সুপ্রিম কোর্ট সাজা ঘোষণা করছে তখন লন্ডনে ছিলেন নওয়াজ
  • দেশে ফিরতেই গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে
ইসলামাবাদ:

দুর্নীতির নতুন অভিযোগে সাত বছরের  জেল হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। জুলাইতে  অন্য একটি দুর্নীতির মামলায় দশ বছরের  জেল হয় তাঁর ।

আর আবার  দুবাইয়ের স্টিলের কারখানার মালিকানা সম্পর্কিত মামলায় তাঁর জেল হয়েছে। জিও নিউজ জানিয়েছে ওই কার কারখানা কেনার  টাকা কোথা থেকে পেলেন তা জানাতে পারেননি নওয়াজ। 

ইভটিজিং রুখতে বাইকে মহিলা অফিসাররা, ক্রিসমাসে পার্কস্ট্রিটে ঢালাও নিরাপত্তা

   আগে  যখন তাঁর বিরুদ্ধে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাজা ঘোষণা করছে তখন  লন্ডনে ছিলেন নওয়াজ। প্রায় একই সময়ে  পাকিস্তানে নির্বাচন ঘোষণা হয়ে  যায়। দেশে  ফেরেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গ্রেফতার করা  হয় নওয়াজকে। এরপর দেশের সাধারণ নির্বাচনে পরাজিত  হয় তাঁর দল। একক  বৃহত্তম দল হিসেবে উঠে  আসে  ইমরানের দল। তৈরি হয় সরকার। প্রধানমন্ত্রী হন ইমরান খান। অন্যদিকে নতুন এই সাজার পর আরও বিপাকে পড়লেন নওয়াজ।

Advertisement

                                                  

Advertisement