Read in English
This Article is From Jul 06, 2018

মা -সন্তানের সফর ভাইরাল

ওড়িশার ময়ূরভঞ্জের সিমলিপাল ব্রাঘ্য সংরক্ষণ কেন্দ্রের ছবি এখন ঘুরছে নেট দুনিয়ায়।

Advertisement
অল ইন্ডিয়া

(ANI) সন্তানকে নিয়ে চলেছে বিছে। (এ এনআই )

জঙ্গলের রাস্তা ধরে  সদ্যজাতকে পীঠে চাপিয়ে চলেছে মা।এক পা দুপা করে শুরু হল যাত্রা।  ওড়িশার ময়ূরভঞ্জের সিমলিপাল ব্রাঘ্য সংরক্ষণ কেন্দ্রের ছবি এখন ঘুরছে নেট দুনিয়ায়। অনেকেই দেখছেন।  ভয় পেলেও মা আর সন্তানের স্নেহ মন কাড়ছে দর্শকদের।

ভয়টা ঠিক কীসের? আসলে যা মা ও সন্তানের কথা পড়ছেন তারা মানুষ নয় ,বিছে ! বিষাক্ত এই প্রাণীর ভিডিও তুলেছেন মানাস বেহেরা নাম এক পশুপ্রেমী। তিনি জানিয়েছেন, এত বিষাক্ত প্রাণীকে কাছ থেকে দেখতে ভয় হয়েছিল ঠিকই। কিন্ত এমন ছবি তোলার সৌভাগ্য  আর নাও হতে পারেন ভেবে এগিয়ে গিয়েছিলেন।

এ ধরনের প্রাণীরা জন্মের পর বেশ কিছু দিন এভাবেই জননী পিঠে চেপে ঘরে আর শরীর স্কট হলে স্বমূর্তি ধারণ করে! তথ্য বলছে একটি কাঁকড়াবিছের 100টি পর্যন্ত বাচ্চার জন্ম দিতে পারে। এই ময়ূরভঞ্জেই গত মে মাসে এক বিরল প্রজাতির উড়ন্ত সাপের দেখা মিলেছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement