This Article is From Jul 17, 2020

বিশ্বের মধ্যে কোভিড -১৯ থেকে আরোগ্যলাভের হার অন্যতম বেশি ভারতবর্ষের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিশ্বের মধ্যে কোভিড -১৯ থেকে আরোগ্যলাভের হার অন্যতম বেশি ভারতবর্ষের।

বিশ্বের মধ্যে কোভিড -১৯ থেকে আরোগ্যলাভের হার অন্যতম বেশি ভারতবর্ষের: প্রধানমন্ত্রী

শুক্রবার চলতি বছরের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল অধিবেশনের বিশেষ বিভাগে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিশ্বের মধ্যে কোভিড -১৯ থেকে আরোগ্যলাভের হার অন্যতম বেশি ভারতবর্ষের।

প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের নির্যাস রইল এখানে:

  • জাতিসংঘ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ক্রোধ থেকে জন্মগ্রহণ করেছিল; আজ, COVID-19 মহামারীর ক্রোধ ও দাপট জাতিসংঘের পুনর্জন্ম এবং সংস্কারের জন্য প্রাসঙ্গিক হয়ে উঠছে।
  • জাতিসংঘের সংশোধনের পাশাপাশি সংস্কার করা বহুপাক্ষিকতা মানবতার আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে।
  • জাতিসংঘের ৭৫ বছর উদযাপন করার সময় আসুন আমরা বিশ্বব্যাপী বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের অঙ্গীকার করি।
  • বহুপাক্ষিকতার সমসাময়িক বিশ্বের বাস্তবতা উপস্থাপন করা প্রয়োজন।
  • ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দীর্ঘমেয়াদি শান্তি ও সমৃদ্ধি অর্জনের পথটি বহুপাক্ষিকতার মধ্য দিয়েই আসে।
  • কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে, আমাদের তৃণমূল স্তরের স্বাস্থ্য ব্যবস্থা ভারতকে বিশ্বের মধ্যে সেরা আরোগ্যলাভের হার নিশ্চিত করতে সহায়তা করছে।
  • ভারতে আমরা মহামারীর বিরুদ্ধে লড়াইকে জনগণের আন্দোলন করে তোলার চেষ্টা করেছি।
  • COVID-19 মহামারী মারাত্মকভাবে সমস্ত জাতির স্থিতিস্থাপকতা পরীক্ষা করেছে।
  • কোভিডের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে আমরা দেড় শতাধিক দেশে সহায়তার হাত বাড়িয়েছি।
  • আজকের বিশ্বে জাতিসংঘের ভূমিকা এবং প্রাসঙ্গিকতার মূল্যায়ন করাই জাতিসংঘের ৭৫ তম বার্ষিকীর উপলক্ষ্য।

.