২০১০ সালে মামলাটি চলে যায় কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র কাছে।
নিউ দিল্লি: স্বামী অসীমানন্দ সহ আরও তিনজনকে ২০০৭ সালের সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনায় মুক্তি দিল হরিয়ানার সন্ত্রাস-বিরোধী আদালত। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ওই ট্রেনটি দিল্লি থেকে পাকিস্তানের লাহোরে যাচ্ছিল। সেইসময়ই হরিয়ানার পানিপথের কাছে বিস্ফোরণটি হয়। অমৃতসরের আটারিতে ঢোকার ঠিক আগেই। ভারতের দিক দিয়ে শেষ স্টেশন হল এই আটারি। ওই বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে যায় সমঝোতা এক্সপ্রেসের দুটি কামরা। মারা যান ৬৮ জন। যাঁদের মধ্যে বেশিরভাগই হলেন পাকিস্তানি নাগরিক। একটি মামলা প্রথমে দায়ের করেছিল হরিয়ানা পুলিশ। তারপর সেটি ২০১০ সালে চলে যায় কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র কাছে।
তদন্তের পর ২০১১ সালে চার্জশিট দাখিল করে এনআইএ।