This Article is From Feb 22, 2019

নাশকতায় অর্থ সাহায্য করত কারা তা জানতে পশ্চিমবঙ্গ এবং ঝারখণ্ডের দশ জায়গায় তল্লাশি চালাল এনআইএ

নাশকতা করতে চরম পন্থায় বিশ্বাস করা সংগঠনকে অর্থ সাহায্য কারা  করে তা জানতে তল্লাশি চালাল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

নাশকতায় অর্থ সাহায্য করত কারা তা জানতে  পশ্চিমবঙ্গ এবং ঝারখণ্ডের দশ জায়গায় তল্লাশি চালাল এনআইএ
কলকাতা/রাঁচি:

নাশকতা করতে চরম পন্থায় বিশ্বাস করা সংগঠনকে অর্থ সাহায্য কারা করে তা জানতে তল্লাশি চালাল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। একযোগে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কয়েকটি শহরের দশটি জায়গায় বৃহস্পতিবার তল্লাশি চলে। কলকাতা- রাঁচি সহ আরও কয়েকটি শহরে পিপিলস  লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএলএফআই- এর সঙ্গে  জড়িত এমন ব্যক্তিদের বাড়িও অফিসে তল্লাশি চলেছে। এনআইএ-র দাবি এই সংগঠনের মাথা  দীনেশ গোপের সঙ্গে  সরাসরি যুক্ত এমন ব্যক্তিদের বাড়ি এবং অফিসেই হানা  দেওয়া হয়েছে। এর আগে এই  সংগঠনের হয়ে তোলা তুলতে  গিয়ে গ্রেফতার হয়েছিল বিনোদ কুমার, যমুনা প্রসাদ চন্দ্রশেখর কুমার, নন্দ কিশোর এবং মোহন কুমার নামে চার জন  ব্যক্তি। সেই টাকাই এই সমস্ত ব্যক্তিদের কাছে  রয়ে  গিয়েছিল বলে মনে  করে এনআইএ।

এদিনের তল্লাশি থেকে মোট  ৩ লাখ ৪১ হাজার টাকার নগদ উদ্ধার  হয়েছে। তাছাড়া পাওয়া গিয়েছে  ৪০টি মোবাইল ফোন এবং প্যান কার্ড। এর পাশাপাশি এমন কিছু নথিও উদ্ধার হয়েছে যা থেকে  আর্থিক ভাবে মদত দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.