This Article is From Jun 18, 2018

সরকারি ভিডিও-তে চলচিত্র অভিনেতা জানিয়েছেন, মাংস খাওয়া বন্ধ করবেন না

পঞ্চাশ সেকেন্ডের এই ভিডিও-তে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ এবং অভিনেত্রী নুসরতকে বলতে শোনা যাচ্ছে

সরকারি ভিডিও-তে চলচিত্র অভিনেতা জানিয়েছেন, মাংস খাওয়া বন্ধ করবেন না
পশ্চিমবঙ্গ সরকার দুজন জনপ্রিয় অভিনেতার মুখ দিয়ে বললেন, মাংস খাওয়া বন্ধ করবেন না।আসলে এই বছরের এপ্রিল মাসে বিভিন্ন স্থানে পচা-গলা ও ভাগাড়ের মৃত পশুর মাংস বিক্রি হওয়ার ঘটনা সামনে আসে। তারপর থেকেই রাজ্য জুড়ে মাংস বিক্রির ওপরে প্রচন্ড প্রভাবের সৃষ্টি হয়েছে। 

পঞ্চাশ সেকেন্ডের এই ভিডিও-তে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ এবং অভিনেত্রী নুসরতকে বলতে শোনা যাচ্ছে, মাংস খাওয়া বন্ধ করা উচিত না। সূচনা এবং সংস্কৃতি বিভাগের থেকে এই ভিডিও প্রস্তুত করা হয়েছে।শ্রী চ্যাটার্জি পিটিআইকে জানিয়েছেন, ''মাংস কেনার আগে লোকেদের আশঙ্কা দূর করা এবং কেনার আগে তা কতটা তাজা তা পরীক্ষা করে দেখার বিষয়ে বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে বলতে বলেছেন, সেই কথা অনুসারেই তিনি এই অভিযানে যোগ দিয়েছেন।''  

যারা নিরামিষাশী তাদের ব্যাপারে কোনো কথাই বলা হচ্ছে না। আসলে ''সাধারণ লোক যাতে গুজবে কান না দেয়, সেটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে।''

এই টিভি ফুটেজ চ্যানেলে দেখানো হচ্ছে। পচা গলা পশুর শরীর ভাগাড় থেকে তুলে বিক্রি করার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে, আর তারপর থেকেই মাংস কেলেঙ্কারির ঘটনাটি ছড়িয়ে পড়ে।  
.