This Article is From Sep 14, 2018

আগুন নেই তবু ব্যস্ত ব্যাঙ্ককের দমকল কর্মীরা, জেনে নিন কেন?

উত্তর ব্যাঙ্ককের দমকল বিভাগ জুন মাসের পর থেকে আর আগুন নেভানোর সুযোগ পাচ্ছে না! তার জায়গায় দমকল বিভাগ শাপ ধরার কাজ শুরু করেছে!

আগুন নেই তবু ব্যস্ত ব্যাঙ্ককের দমকল কর্মীরা, জেনে নিন কেন?

ইদুরের সংখ্যা বেশি এমন বাড়িতেও আকচার ঢুকে পড়ে শাপ।  ( এএফপি ফটো )

উত্তর ব্যাঙ্ককের দমকল বিভাগ জুন মাসের পর থেকে আর আগুন নেভানোর সুযোগ পাচ্ছে না! তার জায়গায় দমকল বিভাগ শাপ ধরার কাজ শুরু করেছে! ঠিকই পড়েছেন। দমকল কর্মীরা এখন এপাড়া সেপাড়া ঘুরে শাপ ধরছেন। শুধু তাই নয় এ ব্যাপারে বাসিন্দাদের সচেতন করার কাজও শুরু হয়েছে। তেমনই এক দমকল কর্মী সুরাফং সুয়েপিচাইও জানিয়েছেন আগুন নেভানো ন্য তাঁদের এখনকার কাজ শাপ ধরা। ব্যাঙ্ককের বাসিন্দাদের শাপ কোনও নতুন বিষয় নয়। প্রতিবার বর্ষার সময় পরিস্থিতি এমনই হয়ে ওঠে। বাজার স্কুল পার্ক সব জায়গাতেই শাপ দেখতে  পাওয়া য়ায়।  ইদুরের সংখ্যা বেশি এমন বাড়িতেও আকচার ঢুকে পড়ে শাপ।  আতঙ্কিত হয়ে দমকলের খবর দেন বাড়ির  লোকেরা। আর শাপ ধরার পর নির্দিষ্ট ফার্মে পৌঁছে দেওয়ার কাজও করেন দমকল কর্মীরা।

 
f8h8g2uc

 

আর যে সমস্ত শাপের বিষ নেই তাদের ‘রক্ষা’ করার কাজও করতে হয় দমকলকেই। কীভাবে? বাড়ি বাড়ি গিয়ে দমকল কর্মীরা বোঝান প্রকৃতির ভারসাম্য রাখতে শাপের প্রয়োজন রয়েছে। তাছাড়া ইদুরের হাত থেকে রেহাই পেতেও যে শাপের জুড়ি মেলা ভার, সেটাও বলা হচ্ছে।

 

.csaibujg

         

শাপের ভয় দূর করতে সাধারণ মানুষের জন্য প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়েছে। তথ্য বলছে 2016 সালে গোটা দেশে 1,700 জন মানুষকে শাপ কামড়েছে। তবে কেউ মারা যাননি।    

 

.