বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার বিজেপির।
আগরতলা: দক্ষিণ ত্রিপুরা জেলায় সিপিএম আয়োজিত একটি সমাবেশে চড়াও হয় একদল দুষ্কৃতি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত 20 জন সিপিএম সমর্থক। ঘটনাটি শনিবার ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। রাফাল নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল সিপিএম সমর্থকরা। ওই সময়ই ওই সমাবেশের ওপর আক্রমণ চালায় দুষ্কৃতিরা। দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার জয় সিং মিনা জানিয়েছেন, আগরতলা থেকে 110 কিলোমিটার দূরের বেলোনিয়া টাউনে গতকাল সকালে সিপিএমের সমাবেশের ওপর চড়াও প্রায় পঁচিশজন মানুষ। “ঘটনার খবর পেয়েই দ্রুত অকুস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশকে দেখতে পেয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা”, জানান এসপি।
সিপিএমের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, রাজ্যের শাসক দল বিজেপির সমর্থকরাই চালিয়েছে এই আক্রমণ। “ওরা প্রত্যেকে বিজেপির লোক। ওরা যখন আক্রমণ চালিয়েছিল আমাদের ওপর, তখন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল”, অভিযোগ করেছে সিপিএম।
বেলোনিয়া মহকুমা অঞ্চলের সিপিএম সভাপতি তাপস দত্ত বলেন, এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায়।
তিনি আরও জানান, দক্ষিণ ত্রিপুরা সিপিএমের সাধারণ সম্পাদক বাসুদেব মজুমদার এবং ত্রিপুরা উপজাতি অঞ্চলের জেলা কাউন্সিলের সদস্য পরীক্ষিত মুরাসিংহও রয়েছেন আহতদের মধ্যে।