বারাণসী: কী দিন পড়ল! হু হু করে দাম বাড়ছে পেঁয়াজের। তার জেরে একাকার নিরামিষ-আমিষ। প্রায় সোনার সমতুল্য হওয়ায় মজা করে সদ্য টুইঙ্কল খান্নাকে পেঁয়াজের দুল উপহার দিয়েছেন অক্ষয়কুমার। খবর, তারপরেই উত্তরপ্রদেশের Varanasi-র এক বিয়েবাড়িতে পেঁয়াজ-রসুন (onions and garlic) দিয়ে গাঁথা মালায় মালাবদল সারলেন বর-কনে। ফুল যে তাতে ছিল না তা নয়। তবে সেসব ছাপিয়ে জ্বলজ্বল করেছে রান্নার এই দুই উপকরণ! এখানেই শেষ নয়। বর-কনেকে ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ উপহার দিয়েছেন আমন্ত্রিতরা। আগামী দিনে পেঁয়াজের অভাবে মধুর দাম্পত্য যাতে তেতো না হয়ে ওঠে!
খবর শুনে সমাজবাদী পার্টির কমল পাটেল বলেন: "গত মাস থেকে আকাশছোঁয়া দাম পেঁয়াজের। সোনার বদলে এখন মানুষ পেঁয়াজ কিনে জমাতে পারলে বেঁচে যায়। ফলে, বিয়েতেও উপহার হিসেবে বা মালায় জায়গা করে নিচ্ছে পেঁয়াজ।" ওই দলেরই আরেক নেতা সত্যপ্রকাশের দাবি, পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরোধিতা করেই এভাবে প্রতীকী প্রতিবাদ জানালেন দম্পতি। সমাজকে বার্তা দিলেন, যা হচ্ছে ঠিক হচ্ছে না। এভাবে মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া ঠিক নয়। প্রসঙ্গত, পেঁয়াজের আকাশছোঁয়া দাম নিয়ে এর আগেও বহুবার প্রতিবাদ জানিয়েছে সমাজবাদী পার্টি। যদিও তাতে বারাণসীতে একচুলও কমেনি পেঁয়াজের দাম।
Click for more
trending news