Read in English
This Article is From Jan 06, 2019

আমেরিকায় কোমায় থাকা অবস্থাতাতেই সন্তান প্রসব করলেন মহিলা, যৌন নির্যাতন কিনা খতিয়ে দেখছে পুলিশ

গত এক দশক ধরে কোমায় আছেন তিনি। আমেরিকার আরিজোয়ানা প্রদেশে ফিওনিক্সের একটি চিকিৎসাকেন্দ্রই  তাঁর বিশ্ব।

Advertisement
ওয়ার্ল্ড (c) 2018 The Washington Post

এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Highlights

  • আমেরিকার আরিজোয়ানা প্রদেশে ফিওনিক্সের একটি চিকিৎসাকেন্দ্রই তাঁর বিশ্ব
  • ২৪ ঘণ্টাই নজরদারিতে থাকতে হয় মহিলাকে
  • এরই মাঝে ঘটে গেল এমন একটি ঘটনা

গত এক দশক ধরে কোমায় আছেন তিনি। আমেরিকার আরিজোয়ানা প্রদেশে ফিওনিক্সের একটি চিকিৎসা কেন্দ্রই তাঁর বিশ্ব। ২৪ ঘণ্টাই তাঁকে নজরদারিতে থাকতে হয়। এরই মাঝে ঘটে গেল এমন একটি ঘটনা। বড়দিনের পর থেকে মহিলার প্রসব বেদনা শুরু হয়। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা  চিকিৎসক থেকে শুরু করে  স্বাস্থ্যকর্মীরা গোটা ঘটনায় হতবাক হয়ে যান। শেষমেশ ২৯ ডিসেম্বর কোমায় থাকা অবস্থাতাতেই সন্তানের জন্ম দেন ওই মহিলা।

হাওড়া ব্রিজের মাথায় উঠে আত্মহত্যার হুমকি, পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের

এই ঘটনার নেপথ্যে যৌন নির্যাতন আছে  কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তেমন কিছু হয়ে থাকলে স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র ওয়াশিংটন পোস্ট কে বলেছেন  গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু তদন্তের অভিমুখ কোন দিকে তা  তিনি জানাতে রাজি হননি।

Advertisement

স্বাস্থ্যকেন্দ্রের তরফেও অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে। উত্তর দেওয়া হয়নি প্রায় ৯১১টি ফোনের। শেষমেশ দুটি বিবৃতি অবশ্য জারি করেছে ওই স্বাস্থ্যকেন্দ্রের তরফে। এবিসি  নিউজের উদ্দেশে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে সত্য যাতে প্রকাশিত হয় তার জন্য যা যা করা দরকার সবটাই হবে। অন্য বিবৃতিতে বলা হয়েছে  এমনিতেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে স্বাস্থ্যকেন্দ্র। সমস্ত রোগী যাতে  নিরাপদে থাকেন তা নিশ্চিত করা হচ্ছে। এদিকে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পাশাপাশি কাউকে  তারা  সন্দেহ করে কিনা স্পষ্ট নয় তাও।

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement