ভিডিও কোথা থেকে ছাড়াল তা জানার কাজ শুরু করেছে পুলিশ
হাইলাইটস
- মহিলার আর্তনাদ কানে না নিয়েই নিগ্রহ করল তিন জন।
- মোবাইল হাতে গোটা ঘটনা রেকর্ড করছে চতুর্থ অভিযুক্ত।
- ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উন্নাও (উত্তর প্রদেশ): মহিলা আর্তনাদ করছেন। কাঁদতে কাঁদতে বলছেন, 'ভাইয়া মত করো। ' কিন্ত কে শোনে কার কথা ! ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে ওই অবস্থাতেই তাঁকে শারীরিক নিগ্রহের শিকার হতে হচ্ছে। ক্রমশ টেনে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গলের দিকে। শুধু তাই নয় যে তিনজন তাঁর হাত পা ধরে রয়েছে তাদেরও কন্ঠস্বর শোনা যাচ্ছে ভিডিওতে। সেটা আরও ভয়ানক। বলা হচ্ছে মুখ বন্ধ না করলে মহিলাকে জুতো পেটা করা হবে! ভিডিওতে ধরা পড়েছে আরও একটি গলা। যে ব্যক্তি ভিডিওটি মোবাইলেই রেকর্ড করেছে এই গলাটা তার। সেও অন্যদের মতো হুমকির সুরে মহিলাকে বলছে 'ভিডিও আমি ভাইরাল করে দেব।' সবমিলিয়ে এক বর্বর ঘটনা এল প্রকাশ্যে। ঘটনাটা আরব ঘটছে উত্তরপ্রদেশের উন্নাওতে। সেই উন্নাও যেখানে মাত্র কয়েকদিন একটি শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। তাছাড়া এখানেই এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক বিজেপি বিধায়ক। সেখানেই আবার ঘটেছে এমন একটা ঘটনা। শুরু হয়েছে পুলিশি তদন্ত।
ভিডিও প্রকাশ্যে আসতেই গ্রেফতার করা হয়েছে রাহুল ও আকাশ নামে দুই ব্যক্তিকে । তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের দাবি প্রথমে স্থানীয় গঙ্গাহাট গ্রামের বাড়ি থেকে মহিলাকে টেনে বের করা হয়। তারপর শুরু হয় অত্যাচার। উন্নাও এলাকার পুলিশ আধিকারিক অনুপ সিং জানিয়েছেন, কোথা থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
গত এপ্রিল মাসে প্রকাশ্যে আসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ। জানা যায় ঘটনা আরও অনেক পুরোনো। বার বার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ না হওয়ায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করে নির্যাতিতা। তাকে উদ্ধার করে পুলিশ। পরে তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় কুলদীপ সিং নামে অভিযুক্ত বিধায়ককে। পরে সক্রিয় হলেও প্রথমে অভিযুক্ত শাসক দলের বিধায়ককে আড়াল করার অভিযোগ ওঠে যোগী প্ৰশাসনের বিরুদ্ধে। আরও দাবি বিনা কারণে গ্রেফতার করা হয় নির্যাতিতার বাবাকে। কিছু দিন আগে তাঁর মৃত্যুও হয়েছে।