Read in English
This Article is From Jun 18, 2018

পশ্চিমবঙ্গে বনরক্ষক নিজেকে জাহির করার জন্য কাঁধে তুলে নিল জীবন্ত ময়াল

কলকাতা থেকে 600 কিমি. দূরে অবস্থিত জলপাইগাড়িতে ঘটনাটি ঘটেছে।ময়ালটি দৈর্ঘ্যে 18 ফুট এবং এর ওজন প্রায় 40 কেজি

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • 18 ফুট লম্বা ময়াল মোচড় দেওয়ার চেষ্টা করছে
  • সাপটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভয় পেয়ে যায় সকলেই
  • অপরের সাহায্যে বন রক্ষক বিষয়টি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়
কলকাতা: নিজের বাহাদুরি দেখানো বা অন্যদের বিনোদন করার চেষ্টা, এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক, কিন্তু একটা সাপকে কাঁধে তুলে নিয়ে তার সাথে ছবি তোলার চিন্তা ধারাটাকে কোনো ভাবেই সমর্থন করা যায় না, বিশেষ করে সে ব্যক্তি যদি বনরক্ষক হয়, রবিবার পশ্চিমবঙ্গে এমনি একটা ঘটে ঘটেছে।

গ্রামের বাসিন্দারা জানিয়েছিল যে, এই ময়াল নাকি একটা ছাগলকে মেরে খেয়ে ফেলেছে, খবরটি পেয়ে বনরক্ষক এবং তার সহযোগী ঘটনা স্থলে ছুটে যায়।কলকাতা থেকে 600 কিমি. দূরে অবস্থিত জলপাইগাড়িতে ঘটনাটি ঘটেছে।ময়ালটি দৈর্ঘ্যে 18 ফুট এবং এর ওজন প্রায় 40 কেজি। 

এই ধরনের ঘটনায় সাধারণত সাপকে বস্তা বন্দি করে নিয়ে যাওয়া হয় এবং পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Advertisement
কিন্তু নিজেকে জাহির করার ইচ্ছায় এবং তার সাথে ফটো তোলার মনো বাসনায়, বন রক্ষক সাপটিকে তার কাঁধে তুলে নেয় এবং ডানহাত দিয়ে তার গলায় জড়াতে থাকে।

বন রক্ষকের এই কান্ড দেখে সেখানে প্রচুর লোক জমা হয়ে যায় এবং তারা এই সাপ কাঁধে নেওয়া অবস্থায় তার ফটো তুলতে থাকে। 

Advertisement
কিন্তু এই দৃশ্য বেশিক্ষণ চলেনি।

 

আসলে, ধরা পড়ার পর সাপটি একটু স্তম্ভিত হয়ে গেছিল, কিন্তু একটু বাদেই সে নিজের প্রকৃত অবস্থায় ফিরে আসতে চায়। সে নিজের শরীর বেঁকিয়ে নিয়ে মোচড় দেওয়ার চেষ্টা করে।

মুহূর্তে সম্পূর্ণ দৃশ্যটাই বদলে যায়, নবরক্ষকের সাহস ধীরে ধীরে ম্লান হতে শুরু করে এবং সে ভিড় ঠেলে বাইরে যাওয়ার চেষ্টা করে ও চিৎকার করতে থাকে।ইতিমধ্যে সাপটি বন রক্ষকের গলায় দৃতার সাথে মোচড় দেওয়ার চেষ্টা করে।

Advertisement
যে ব্যক্তি ময়ালটির লেজের দিকটা ধরে ছিল, তার হাত পিছলে যাওয়ার জন্য সাপটি বাইরে বেরিয়ে যায় এবং বন রক্ষককে তখন তার সাথে সংঘর্ষ শুরু করতে হয়।

এই বনরক্ষককে বাঁচানোর জন্য নীল পোশাক পরিহিত একজন ব্যক্তি ছুটে আসে, সম্ভবত সে বন বিভাগেরই কর্মী হবে। 

Advertisement
এদিকে যারা সেই সময় ফটো তুলছিল, তারাও খুব ভয় পেয়ে যায়।কিন্তু তারা নিজেদের ফটো তোলা চালিয়ে যেতে থাকে, কিভাবে কুন্ডলি পাকিয়ে বন রক্ষককে সাপটি শেষ করার চেষ্টা করছে, তা আপনারা দেখতে পাবেন। 

বন রক্ষক বারংবার তার সহযোগীকে বলছিল, ''লেজটা ধর, লেজটা ধর'' এবং তারপর ''সব ঠিক আছে''। 

Advertisement
সহীব বাড়ি গ্রামের কাছে বৈকণ্ঠপুর জঙ্গলে ময়লাটিকে ছেড়ে দেওয়া হয়েছে, রবিবার দুপুরে সমস্ত নাটকীয় ঘটনার অবসানের পর। 

কিছু ব্যক্তিরা এই ঘটনার পর এই বন রক্ষককে বোকা বলে অভিহিত করেছে, কাউর মতে সে চরম বোকা।  
Advertisement