This Article is From Jul 10, 2019

হাই-টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে মর্মান্তিক মৃত্যু ৩ টি হাতির

কিছুদিন আগেই জলপাইগুড়িতে এলিফ্যান্ট করিডোরে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ১টি পূর্ণবয়স্ক হাতির(Elephants death)।

হাই-টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে মর্মান্তিক মৃত্যু ৩ টি হাতির

হাতির মৃত্যুতে(Elephants death) তদন্তের নির্দেশ দিয়েছে বন দফতর

ঝাড়গ্রাম:

রাজ্যে ফের হাতির মৃত্যু (Elephants death)। বুধবার ঝাড়গ্রামে (Jhargram) উচ্চশক্তি সম্পন্ন বৈদ্যুতিক তারের  সংস্পর্শে আসায় মর্মান্তিক মৃত্যু হল ৩টি হাতির । কিছুদিন আগেই জলপাইগুড়িতে এলিফ্যান্ট করিডোরে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ১টি পূর্ণবয়স্ক হাতির(Elephants death)। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারাল ৩টি হাতি। ঝাড়গ্রাম বনদফতরের আধিকারিক বাসবরাজ জানিয়েছেন, ২০টি হাতির একটি দল বিনপুর থানার এলাকার অধীনস্থ সাতবাকি দিয়ে যাচ্ছিল, সেই সময়েই হাই-টেনশন তারের সংস্পর্শে আসে ওই হাতি ৩টি। ভোররাতের দিকে ওই এলাকায় হাতি ৩টিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা। তারপরেই তাঁরা ওই হাতি-মৃত্যুর খবর বন দফতরের আধিকারিকদের জানান।

পশ্চিমবঙ্গের পুরসভাগুলির প্রশাসনের মেয়াদ বৃদ্ধি করতে বিল পাস বিধানসভায়

গ্রামবাসীদের কাছে ওই হাতিদের মৃত্যুর (Elephants death) খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের আধিকারিক। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেন তিনি।

প্রসেনজিতের পর এবার রোজভ্যালিকাণ্ডে ইডির তলব ঋতুপর্ণা সেনগুপ্তকে

বর্তমানে প্রায় সময়েই জনবসতির কাছাকাছি চলে আসছে বন্যপ্রাণীরা। গত রবিবারই বনদফতর জানিয়েছে, তাঁরা জলপাইগুড়ির জাতীয় উদ্যানে একটি সেন্সর ভিত্তিক সতর্ক ব্যবস্থা চালু করেছে। হাতির মতো বন্যপ্রাণীরা লোকালয়ের কাছাকাছি এলেই সেটি সাইরেন বাজিয়ে সকলকে সতর্ক করবে,পাশাপাশি ওই শব্দে ভয় পাবে হাতিরাও। এরপর হাতিরা লোকালয় থেকে বনের ১৫০ থেকে ২০০ মিটারের মধ্যে ঢুকে এলেই সাইরেন বাজা বন্ধ হয়ে যাবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.