Read in English
This Article is From May 07, 2018

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে বিজেপির রণনীতিতে পরিবর্তন

পশ্চিমবঙ্গে আগামী পঞ্চায়েত ভোটে বহু সংখ্যক মুসলমান প্রার্থীদের হাতে ভোটের টিকিট তুলে দিয়ে বিজেপি নিজের রণনীতিতে পরিবর্তন এনেছে.

Advertisement
সিটিস

রাজ্য কমিটির অধ্যক্ষ দিলীপ ঘোষ বলেছেন, যদি মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজটা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হত তাহলে দল ভোটে 2000 -এর বেশি প্রার্থী সংখ্যা লঘু সম্প্রদায়ের তরফ থেকেই দাঁড় করাত

Kolkata:    

কলকাতা: পশ্চিমবঙ্গে আগামী পঞ্চায়েত ভোটে বহু সংখ্যক মুসলমান প্রার্থীদের হাতে ভোটের টিকিট তুলে দিয়ে বিজেপি নিজের রণনীতিতে পরিবর্তন এনেছে. আসলে রাজ্যের সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায়ের ভোট  নিজেদের হস্তগত করার জন্যই এমন পরিবর্তন বলে মনে করা হচ্ছে. আগামী 14-ই মে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল গুলিতে যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা আছে সেখানে 850 -এর বেশি সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায়ের লোকেদের হাতে ভোটের টিকিট তুলে দেওয়া হয়েছে. 2013 সালে বিজেপির প্রার্থী তালিকায় লঘিষ্ঠ সম্প্রদায়ের প্রার্থী সংখ্যা 100-র কম ছিল. 

বর্তমান ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস বিজেপির এই নতুন রণনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না,কারণ তাদের মতে সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায়ের ওপরে তাদের  যথেষ্ট ভরসা আছে. তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চ্যাটার্জী বলেছেন,''সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায়ের লোকেদের ওপর আমাদের যথেষ্ট ভরসা আছে. বিজেপি এই সংখ্যা লঘিষ্ঠ লোকেদের নামাঙ্কন করে রাজ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে.'' বিজেপির একজন নেতা জানিয়েছেন যে, ''পার্টি নির্বাচন রণনীতিতে বিরাট পরিবর্তন আনার চেষ্টা করছে, সেই কারণেই অধিক সংখ্যক মুসলমান প্রার্থীদের আনার কথা ভাবা হয়েছে.''

বিজেপির সংখ্যা লঘু মোর্চার অধ্যক্ষ আলী হুসেন পিটিআই-ভাষাকে জানিয়েছেন যে, ''পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আমাদের সংখ্যা লঘিষ্ঠদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেই হবে, কারণ এখানে প্রায় 30 শতাংশ মুসলমান লোক বাস করে. মুসলমানরা এবার বুঝবে যে,তৃণমূল বা অন্য দলের মতো বিজেপিও তাদের শত্রু নয়.'' বিজেপির রাজ্য কমিটির অধ্যক্ষ দিলীপ ঘোষ বলেছেন, যদি মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজটা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হত তাহলে দল ভোটে 2000 -এর বেশি প্রার্থী সংখ্যা লঘু সম্প্রদায়ের তরফ থেকেই দাঁড় করাত. তিনি বলেছেন যে, ''আমরা জাতি বা ধর্ম দেখে টিকিট দিইনি, আমরা 'জয়ের ক্ষমতার' ভিত্তিতে টিকিট প্রদান করেছি.''

Advertisement
পার্টি পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই প্রার্থী নির্বাচনের বিষয়ে তৃণমূলের প্রাক্তন নেতা মুকুল রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন. তিনি জানিয়েছেন যে, বিজেপির তরফ থেকে অধিক সংখ্যক মুসলমান প্রার্থীদের ভোট দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে.    


  
Advertisement
Advertisement