Read in English
This Article is From Jun 18, 2018

পশ্চিমবঙ্গে মেয়ের গুলিতে মা আহত, সে ভেবেছিল খেলার পিস্তল

পিস্তলটি নিয়ে খেলতে গিয়ে অসাবধানতা বশত মেয়েটির হাত থেকে গুলি চলে যায়, তা গিয়ে লাগে মায়ের পিছনে ও মা গুরুতর আহত হয়

Advertisement
অল ইন্ডিয়া

এই বাগানে একটা গুলি ভরা পিস্তল কিভাবে এল, তা নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে (ফাইল ফটো)

কলকাতা: গুলি ভরা পিস্তল নিয়ে খেলা করছিল মেয়েটি, অসাবধানতা বশত পিস্তল থেকে গুলি নির্গত হয়ে মায়ের গায়ে গিয়ে লাগে, পুলিশ সূত্র অনুসারে বন্দুকটি পাওয়া গেছিল মেয়েটির বাড়ির বাইরের বাগানে, ঘটনাটি ঘটেছে রবিবার, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়।

পিস্তলটি মেয়েটিকে তার মাই দিয়েছিল, ভেবেছিল সেটা খেলনা পিস্তল, পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে। 

পুলিশের বক্তব্য অনুসারে, কাকলি জানা এই পিস্তলটি বাগানে দেখতে পায়, সে সেটিকে খেলনা পিস্তল বলে মনে করে, রবিবার সকালে আরামবাগের খানাকুলে ঘটনাটি ঘটেছে।

পিস্তলটি নিয়ে খেলতে গিয়ে অসাবধানতা বশত মেয়েটির হাত থেকে গুলি চলে যায়, তা গিয়ে লাগে মায়ের পিছনে ও মা গুরুতর আহত হয়, জানিয়েছে পুলিশ কর্মকর্তা।

Advertisement
''আহত মহিলাকে সঙ্গে সঙ্গে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা এখন খুবই সঙ্গিন,'' জানিয়েছেন তিনি।

মেয়েটিকে ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

Advertisement
''মেয়েটি জানিয়েছে যে, হঠাৎই বন্দুকটি থেকে গুলি নির্গত হয়ে যায়, এবং তা গিয়ে লাগে ঘরে বসে থেকে তার মায়ের শরীরে।মেয়েটি মানসিক ভাবে বিপর্যস্ত,'' জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

এই বাগানে একটা গুলি ভরা পিস্তল কিভাবে এল, তা নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে।     
Advertisement