যাঁরা বাঁধা পড়লেন সাতপাকে ২০১৯-এ
তারকাদের বিয়ে সবসময়েই চর্চার বিষয়। সেই তারকা যদি অভিনেত্রী এবং সাংসদ হন তাহলে কথাই নেই। ২০১৯-এ এমন দুই তারকা সাতপাকে বাঁধা পড়েছেন। তাঁরা Nusrat jahan এবং Babita Phogat। এঁদের বিয়ের ছবি সোশ্যাল মাতিয়েছে সারা বছর। এছাড়াও, বিয়ের পিঁড়িতে বসেছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন, ক্রিকেটার মণীশ পাণ্ডে, অভিনেত্রী পূজা বাত্রা।
নুসরত-নিখিলের বিয়ে
১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। ডেস্টিনেশন ম্যারেজ-এর ট্রেন্ড মেনে তাঁদের বিয়ের আসর বসে তুরস্কে। ৫ জুলাই কলকাতায় ফিরে রিসেপশন দেন তাঁরা।
মণীশ-আশ্রিতা
এবার দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটের গাঁটছড়া। ২ ডিসেম্বর ক্রিকেটার মণীশ পাণ্ডে বিয়ে করলেন দক্ষিণী নায়িকা আশ্রিতা শেট্টিকে। এই বিয়ে হাইপ্রোফাইলড এই কারণেই, বিয়ের আগে মণীশের নেতৃত্বে কর্ণাটক সৈয়দ মোস্তাক আলি ট্রফি জিতেছিল।
ববিতা-বিবেক
এই বিয়ে নিয়েও কম চর্চা হয়নি। দঙ্গল খ্যাত গীতা ফোগত ১ ডিসেম্বর বিয়ে করেন আরেক মল্লযোদ্ধা বিবেক সুহাগকে। চর্চার আরও কারণ আছে। বিয়েতে সাতপাক না ঘুরে আটপাক ঘোরেন এঁরা। 'বেটি বাঁচাও বেটি পড়াও' বার্তা সমাজে ছড়িয়ে দিতে।
রাজীব-চারু
সুস্মিতা নিজে সাতপাক না ঘুরলেও ভাইয়ের বিয়ে দিয়েই ফেললেন। রাজীব সেন বিয়ে করলেন মডেল-একট্রেস চারু আসোপাকে। গোয়ায় ভাইয়ের বিয়েতে প্রচণ্ড হুল্লোড়ে মাতেন সুস্মিতা। দুই মেয়ে আপ প্রেমিক রোহমান শলকে নিয়ে।
পূজা-নবাব
জলাইয়ে বলিউড অভিনেতা পূজা বাত্রা-নবাব শাহের বিয়ে নিয়েও সোশ্যালে কম আলোচনা হয়নি। দুই পরিবার তাঁদের পারিবারিক নিয়ম মেনে চার হাত এক করেন জোড়ির।